হোম বিনোদন নারী ভক্তদের চুম্বন করেছি, সবটাই জনপ্রিয়তার কারণে: উদিত নারায়ণ

নারী ভক্তদের চুম্বন করেছি, সবটাই জনপ্রিয়তার কারণে: উদিত নারায়ণ

কর্তৃক Editor
০ মন্তব্য 22 ভিউজ

বিনোদন ডেস্ক:
নতুন বিতর্কে জড়ালেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী উদিত নারায়ণ। কনসার্ট চলাকালীন নারী ভক্তের গালে ও ঠোঁটে চুমু খেয়ে নিন্দার পাত্র হয়েছেন ৭০ বছরের এই গায়ক। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া সেই ভিডিও দেখে এখন ‘ছিছি’ করছেন নেটিজেনরা, গায়কের এমন উদ্ভট আচরণে হতাশ সকলেই। এবার এসব বিতর্কের জবাব দিলেন ‘কাহো না পিয়ার হ্যাঁ’ খ্যাত এই বলিউড গায়ক।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, কনসার্টে ঘটে যাওয়া এই চুমুর ঘটনা নাকি মাসখানেক আগের। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচুর বিতর্কের পর এ ঘটনা প্রসঙ্গে সদ্যই ভারতীয় গণমাধ্যমের মুখোমুখি হন উদিত। বোঝা গেল, এ ঘটনায় তিনি মোটেই অনুতপ্ত নন। বরং আরও বললেন, এসব নাকি শ্রোতাদের খুশি করতেই করেন তিনি; আর বিতর্কে জড়ানো প্রসঙ্গে জবাব দিলেন- এতে নাকি তারই জনপ্রিয়তা বেড়েছে!

উদিতের কথায়, ‘এই ঘটনা নতুন নয়। এর আগেও এরকম হয়েছে। নারী ভক্তদের চুম্বন করেছি, সবটাই জনপ্রিয়তার কারণে।’

‘প্যাহেলা নেশা’, ‘অ্যা ম্যারা হামসফর’, ‘জাদু তেরে নজর’ কিংবা ‘তেরে নাম’সহ অসংখ্য জনপ্রিয় গানের শিল্পী উদিতের বক্তব্য এমন, ‘আমাকে খুব ভালোবাসে ভক্তরা। তারা জানে আমরা কেমন মানুষ। আমরা নিপাট ভদ্র। বহু মানুষ আমাদের অনুপ্রেরণা দেন। তারা তাদের ভালোবাসা এভাবেই প্রকাশ করেন। এটাকে এত বড় ইস্যু করার কোনো যৌক্তিকতা নেই। প্রচুর ভিড় হয়েছিল। আমার সঙ্গে দেহরক্ষীরাও ছিলেন। কিন্তু ভক্তরা আমার কাছে আসতে চেয়েছেন। একটু সেলফি তোলার আবদার করেছেন। কেউ আবার হ্যান্ডসেক করতে চেয়েছেন। অনেকেই আমার সঙ্গে শুধু হাত মিলিয়েছেন আবার কেউ কেউ হাতে চুমু খেয়েছেন। এগুলো ভক্তদের আনন্দ, তাদেরকেও তো খুশি করতে হয়। তাই এগুলো নিয়ে অযথা কথা বলা ঠিক না। বৃথা।’

উদিত নারায়ণ আরও লিখেছেন, ‘আমার পরিবারে কোনো বিতর্ক নেই। কিন্তু এই মুহূর্তে মনে হচ্ছে যেন বিতর্ক তৈরির চেষ্টা চলছে। আদিত্যও খুব চুপচাপ। কোনো বিতর্কে জড়ায় না। আমি যখন স্টেজে গান গাই, তখন ভক্তরা এই রকমই আবদার করে। আমাদেরও উচিত ওদের খুশি করা। দীর্ঘ ৪৬ বছর আমি বলিউডে কাজ করছি। কখনো আমার ইমেজ নষ্ট হয়নি। ভক্তরা আমাকে সব সময় ভালোবেসেছে। আমিও হাতজোড় করে তাদের ভালোবাসাকে সম্মান করেছি। একটাই কথা মনে হয়, এই সময়টা যদি আর ফিরে না আসে।’

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, উদিত নারায়ণ তার জনপ্রিয় এবং হিট গান ‘টিপ টিপ বারসা পানি’ গাইছেন। তিনি যখন মঞ্চে পারফর্ম করছেন, তখন অনেক নারী ভক্ত মঞ্চের নিচে এসে জড়ো হন। শুরুতে দূর থেকেই তার সঙ্গে সেলফি তোলার চেষ্টা করেন। কিন্তু সেটা দেখে সামনে এগিয়ে আসেন গায়ক। গাইতে গাইতেই মাটিতে বসে নিচু হয়ে তাদের সঙ্গে সেলফি তোলেন। ছবি তোলা শেষে পরপর বেশ কয়েকজন নারীর গালে চুমু খেতে থাকেন।

উদিত নারায়ণের এই কাণ্ড দেখে রীতিমতো হইচই পড়ে গেছে নেটপাড়ায়। কেউ কেউ যদিও আবার রসিকতাও করছেন। একজন লিখেছেন, ‘ভাই, বয়স তো কম হলো না, এবার থামুন।’ আরেকজন লেখেন, ‘বুড়ো বয়সে কি ভিমরতি হয়েছে?’ একজন আবার দৃশ্যটা দেখে প্রশ্ন তুলেছেন অন্যভাবে,‘এটা কি এআই দিয়ে বানানো?’

তবে এ ভিডিও যে এআই দিয়ে বানানো নয়, তা উদিত নারায়ণের বক্তব্যেই স্পষ্ট।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন