হোম অন্যান্যসারাদেশ নারী নির্যাতন ও ধর্ষণকারীদের গ্রেপ্তারের দাবিতে আলোক প্রজ্বলন কর্মসূচী পালন করেছে কালীগঞ্জ ছাত্রলীগ

নারী নির্যাতন ও ধর্ষণকারীদের গ্রেপ্তারের দাবিতে আলোক প্রজ্বলন কর্মসূচী পালন করেছে কালীগঞ্জ ছাত্রলীগ

কর্তৃক Editor
০ মন্তব্য 94 ভিউজ

 ঝিনাইদহ  অফিসঃ

নোয়াখালীসহ সারা দেশে নারী নির্যাতন ও ধর্ষণতকারীদের দ্রুত গেপ্তার এবং নারীর প্রতি সহিংসতার স্থায়ী অবসানের দাবিতে আলোক প্রজ্বলোন, মানববন্ধন কর্মসূচী পালন করেছে কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগ। বুধবার সন্ধ্যায় শহরের মেইন বাসস্টান্ডে এ কর্মসূচী পালিত হয়। এসময় উপজেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল হাসান নাজিম বলেন, ধর্ষকদের আইনে আওতায় এনে সর্বোচ্চ সাজা কার্যকর করার দাবি জানান। এসময় আরো বলেন, বর্তমান দেশব্যাপী ধর্ষণকারী ও নারী নির্যাতনকারীদের আইন শৃংখলা বাহিনী আটক ও তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিচ্ছে। ইতিমধ্যে প্রায় সব ঘটনার সাথে জড়িতদের পুলিশ আটক করেছে।

কিন্তু এসব বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে বিএনপি, জামায়াত ও তাদের এজেন্টরা ছাত্রলীগের উপর দ্বায় চাপিয়ে দেশকে অস্থিতিশীল করতে মাঠে নেমেছে। তারা প্রধানমন্ত্রীকে নিয়ে কটাক্ষ করছে। দেশের চলমান উন্নয়নকে বাধাগ্রস্ত করতে এবং শান্তিপূর্ণ দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিনত করার অপচেষ্টা করছে। যা গত কয়েকদিনে নাম সর্বস্ব কিছু সংগঠন গুজোব ছড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন কর্মকান্ডের দ্বারা দৃশ্যমান করেছে ।

এদের কেও আইনের আওতায় আনতে হবে,এবং এদের থেকে সতর্ক থাকতে ছাত্রলীগ নেতা-কর্মীদের সজাগ থাকতে বলেন এই নেতা। এসময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আশিকুর রহমান সোহাগ, কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের , সাধারন সম্পাদক মনির হোসেন সুমন, সাংগঠনিক সম্পাদক জুয়েল, সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক,মোস্তাক আহমেদ বাবু, সাবেক দপ্তর সম্পাদক অহিদুজ্জামান মিল্টন । এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা, কলেজ, পৌর ও ইউনিয়ন ছাত্রলীগের কয়েকশত নেতাকর্মী। আলোক প্রজ্বলন ও মানববন্ধন কর্মসূচী শেষে একটি মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ভূষন রোডে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন