হোম জাতীয় নারী ইউপি সদস্যকে গণধর্ষণের হুমকি, সেই চেয়ারম্যানের অপসারণ দাবি

জাতীয় ডেস্ক:

নারী ইউপি সদস্যকে গণধর্ষণের হুমকি দেয়াসহ বিভিন্ন অপকর্মের অভিযোগে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আজগানা ইউনিয়নের চেয়ারম্যান কাদের সিকাদারের অপসারণের দাবি করেছেন স্থানীয়রা। এ সময় তারা মানববন্ধনও করেন।

রোববার (৩০ জুলাই) সকালে মির্জাপুরের হাডুভাঙ্গা বাজারে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।

এ সময় মানববন্ধনে বক্তারা বলেন, চেয়ারম্যান কাদের সিকদার একজন দুর্নীতিবাজ। তার সব কু-কর্ম সময় টেলিভিশনের সংবাদে প্রচার হয়েছে। এ রকম দুর্নীতি বাজ চেয়ারম্যানের অপসারণ চাই। এই দুর্নীতিবাজ চেয়ারম্যানের অপকর্ম ঢাকতে সাবেক চেয়ারম্যান মরহুম সাহাব উদ্দিনকে নিয়েও অপপ্রচার চালাচ্ছেন তিনি। এ ছাড়াও ইউনিয়ন পরিষদে সাধারণ জনগণ সেবা নিতে গেলেও সেবা পাচ্ছেন না বলে অভিযোগ করেন মানববন্ধনে অংশ গ্রহণকারীরা।

দ্রুত এই দুর্নীতিবাজ চেয়ারম্যানের অপসারণ চেয়েছেন তারা।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে মির্জাপুর উপজেলার আজগানা ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের সিকদারের বিরুদ্ধে প্রকল্পের কাজ না করেই টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ নিয়ে ওই ইউনিয়নের আটজন ইউপি সদস্য জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

এদিকে লিখিত অভিযোগে ক্ষিপ্ত হয়ে অভিযোগকারী এক নারী ইউপি সদস্যকে গণধর্ষণের হুমকি দেন ইউপি চেয়ারম্যানের ভাতিজা ও তার লোকজন। এ নিয়ে ওই নারী ইউপি সদস্য মির্জাপুর থানায় একটি লিখিত অভিযোগ দেন। এদিকে প্রশাসন বলছে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

এ ব্যাপারে গত ২৫ জুলাই ‘চেয়ারম্যানের অপকর্ম দুর্নীতি শিরোনামে সময়ে টেলিভিশনে একটি প্রতিবেদন করা হয়। আজ ইউনিয়নের জন সাধারণ চেয়ারম্যানের অপসারণ দাবি করে মানববন্ধন কর্মসূচি পালন করেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন