হোম অর্থ ও বাণিজ্য নারায়ণগঞ্জে সরবরাহ কমায় বেড়েছে শীতকালীন সবজির দাম

বাণিজ্য ডেস্ক :

নারায়ণগঞ্জে বাজারে কমেছে শীতকালীন সবজির সরবরাহ। এতে বেড়েছে দাম। কেজি প্রতি সবজিতে দাম বেড়েছে ৫ থেকে ১০ টাকা।

নারায়ণগঞ্জে শাকসবজির সবচেয়ে বড় বাজার দ্বিগুবাবুর বাজার। ভোর থেকেই ক্রেতা-বিক্রেতার হাঁকডাকে জমজমাট হয়ে ওঠে বেচাকেনা।

তবে শীতের তীব্রতা কমার সঙ্গে সঙ্গে বাজারে কমেছে সবজির সরবরাহ। এতে প্রায় সব ধরনের সবজির দাম কেজিতে বেড়েছে ৫ থেকে ১০ টাকা।

ব্যবসায়ীদের দাবি, মৌসুমের শুরুতে ভালো দাম পাওয়ায় চাষিরা আগেভাগেই বিক্রি করে ফেলেছেন সবজি। এতে শেষের দিকে বাজারে দেখা দিয়েছে ঘাটতি।

বিক্রেতারা জানান, প্রতি পিস ফুলকপি ২৫ টাকা ও প্রতি পিস বাঁধাকপি ২০ টাকা বিক্রি হচ্ছে। এ ছাড়া পটোল ১০০, ক্ষিরা ৪০, মুলা ২০, ‍শিম ৫০ ও টমেটো বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজিতে। আর প্রতি পিস লাউ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকায়।

উল্লেখ্য, দ্বিগুবাবুর বাজারে দুই শতাধিক আড়তদার বংশপরম্পরায় সবজির ব্যবসা করছেন। প্রতিদিন অন্তত কোটি টাকার সবজি বিক্রি করেন তারা।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন