জাতীয় ডেস্ক :
নাটোর শহরের বঙ্গজল এলাকায় জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে পৌর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম বাবুকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে এক যুবদল কর্মীর বিরুদ্ধে।
আহত বাবুকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত বাবু জানান, শুক্রবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে নাটোর রাজবাড়ি মসজিদে তিনি নামাজ পড়ে বঙ্গজল এলাকায় বাড়ি ফিরছিলেন। এ সময় পেছন থেকে যুবদল কর্মী শাওন দাস তাকে ছুরিকাঘাত করে। স্থানীয়রা তাকে প্রথমে একটি স্থানীয় ক্লিনিকে ও পরে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে।
এ ব্যাপারে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্ত শাওনকে গ্রেফতার করতে অভিযান চলছে। তবে এ ঘটনায় থানায় লিখিত কোনো অভিযোগ আসেনি।
