হোম জাতীয় নাবিল খানকে স্বেচ্ছাসেবক লীগ থেকে অব্যাহতি

জাতীয় ডেস্ক:

সংগঠনের শৃঙ্খলা ও গঠনতন্ত্র পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের জাতীয় পরিষদ সদস্য নাবিল খানকে সংগঠন থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু এবং সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু শুক্রবার (৪ আগস্ট) এই নির্দেশনা দেন।

সংগঠনটির দফতর সম্পাদক আজিজুল হক আজিজের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের শৃঙ্খলা ও গঠনতন্ত্র পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে (গঠনতন্ত্রের ৩৪ অনুচ্ছেদের গ উপধারা অনুযায়ী) বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের জাতীয় পরিষদ সদস্য নাবিল খানকে সংগঠন থেকে অব্যাহতি দেয়া হলো।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন