আন্তর্জাতিক ডেস্ক :
বিভিন্ন দাবিতে বিক্ষোভে উত্তাল বিশ্বের বিভিন্ন দেশ। নির্বাচনী ফল প্রত্যাখ্যান করে মঙ্গলবারও (১৫ নভেম্বর) দিনভর ব্রাজিলের রাজধানী ব্রাসেলস ও রিও দা জেনেরিও শহরের রাস্তায় নেমে বিক্ষোভ করেন বলসোনারো সমর্থকরা। এদিকে শিক্ষার মান উন্নয়নের দাবিতে চিলিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এছাড়া, আদমশুমারি বিলম্বিত হওয়ায় টানা চতুর্থ সপ্তাহের মতো বিক্ষোভে রাস্তায় নেমেছে বলিভিয়ার মানুষ।
চিলিতে চলমান বিক্ষোভে দেখা যায়, পুলিশকে লক্ষ্য করে একের পর এক পেট্রোল বোমা নিক্ষেপ করছে আন্দোলনকারীরা। পুলিশেরও পাল্টা জলকামান নিক্ষেপে মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয় চিলির রাস্তা। মঙ্গলবার শিক্ষার মান উন্নয়নের দাবিতে দেশটির রাজধানী সান্তিয়াগোতে প্লাকার্ড হাতে রাস্তায় নেমে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এসময় পাল্টাপাল্টি আক্রমণে দুই পক্ষেরই বেশ কয়েকজন আহত হন। ১৫ নভেম্বর বিপ্লবী ছাত্র দিবস উপলক্ষে এ আন্দোলন করেন তারা।
এদিকে প্রেসিডেন্ট নির্বাচনে ডানপন্থী প্রার্থী জেইর বলসোনারোর পরাজয়ের পর থেকেই বিক্ষোভে উত্তাল ব্রাজিল। মঙ্গলবারও দেশটির রাজধানী ব্রাসেলস ও রিও দা জেনেরিও শহরের রাস্তায় নেমে বিক্ষোভ করেন তারা। এসময় হাজার হাজার মানুষ ব্রাজিলের পতাকার কালারে টি শার্ট পড়ে প্রার্থনা করেন বিক্ষুব্ধরা এবং নির্বাচনে কারচুপির অভিযোগ তোলেন। এছাড়া বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তারা।
এছাড়া বিক্ষোভে উত্তাল আরেক দেশ বলিভিয়া। টিয়ার গ্যাস ও আতশবাজির শব্দে উত্তাল দেশটির সান্তা ক্রুজ শহর। আদমশুমারি বিলম্বিত হওয়ায় টানা চতুর্থ সপ্তাহের মতো বিক্ষোভে রাস্তায় নেমেছে দেশটির সাধারণ মানুষ। এসময় পুলিশ কে লক্ষ্য করে একের পর এক আতশবাজি ও পাথর ছুড়তে থাকেন বিক্ষোভকারীরা। পুলিশও পাল্টা টিয়ার গ্যাস ছুড়লে মুহূর্তেই পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পাল্টাপাল্টি এ আক্রমণে বেশ কয়েকজন আহতের খবরও পাওয়া গেছে। তবে যতদিন আদমশুমারির দিন তারিখ ধার্য করা না হবে বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিক্ষুব্ধরা।
এদিকে গত ১৩ নভেম্বর স্পেনে সরকারের স্বাস্থ্যনীতির সমালোচনা করে সড়কে আন্দোলন করছেন হাজার হাজার স্বাস্থ্যকর্মী। তাদের অভিযোগ, সরকারের ভুলনীতির কারণে ধ্বংসের মুখে দেশটির প্রাথমিক স্বাস্থ্যব্যবস্থা। এদিকে আলবেনিয়ায় জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় সরকারবিরোধী বিক্ষোভ করেন বিরোধী দলের সমর্থকরা। এ ছাড়া সার্বিয়ায় বায়ুদূষণ তীব্র আকার ধারণ করায় কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে আন্দোলন করেন পরিবেশবাদীরা।