পিরোজপুর অফিস :
পিরোজপুরের নাজিরপুরে স্কুল ছাত্রীকে অপহরন করে ১৬ দিন আটকে রেখে ধর্ষনের অভিযোগে প্রশান্ত হালদার (২৫) নামের এক যুবককে গ্রেফতার কার হয়েছে। গ্রেফতারকৃত ওই যুবক উপজেলার মালিখালী ইউনিয়নের পূর্ব লড়া গ্রামের কালিপদ হালদরের ছেলে। এ ঘটনার অভিযোগে গত বৃহস্পতিবার রাতে ধর্ষিতা স্কুল ছাত্রীর পিতা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। ধর্ষিতা স্কুল ছাত্রীর বাড়ি একই ইউনিয়নের চাঁপাখালী গ্রামে। সে স্থানীয় মালিখালী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী।
মামলা সূত্রে জানা গেছে, ধর্ষক ওই যুবক বিভিন্ন সময় ওই স্কুল ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলো। এতে রাজী না হলে গত ১৩ জুলাই সকালে বাড়ির সামনের রাস্তায় বেড় হলে ধর্ষক যুবক ওই স্কুল ছাত্রীকে তার নিজের মোটর সাইকেলে জোর করে তুলে অপহরন করে নিয়ে যায় এবং ওই একই মাসের ২৮ তারিখ পর্যন্ত আটকে রাখে। এসময় তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষন করে। পরে ওই স্কুল ছাত্রীর পিতা তাকে উদ্ধার করেন। কিন্তু ঘটনাটি চাপা রাখতে অপহরনকারী ওই যুবক বিভিন্ন ভাবে ওই স্কুল ছাত্রীর পিতা সহ পরিবারকে হুমকী দিচ্ছিলো।
থানা পুলিশের অফিসার ইন চার্জ মো. মুনিরুল ইসলাম মুনির জানান, স্কুল ছাত্রীকে ধর্ষনের অভিযোগে তার পিতা বাদী হয়ে মামলা দায়ের করলে শুক্রবার ধর্ষককে আটক করা হয়