ঢাকা অফিস :
না ফেরার দেশে চলে গেলেন বাংলাদেশ টেলিভিশনের সিনিয়র ক্যামেরা পারসন রোজিনা আক্তার(ইন্নি…রাজেউন)। বৃহস্পতিবার রাতে হঠাৎ প্রেসার বেড়ে মৃত্যু বরন করেন তিনি । কিছু দিন আগে তিনি যমজ বাচ্চা জন্ম দেন। পরে নানান জটিলতায় তখন দুটি বাচ্চাই মারা যায়।
তখন থেকেই তিনি অসুস্থ ছিলেন। এরপর গত কিছুদিন থেকে তিনি মাতৃত্বকালিন ছুটিতে ছিলেন। গতকাল তার রক্তচাপ দেখা দিলে ল্যাব-এইড হাসপাতালে ভর্তি হন। রক্তচাপ কিছুতেই নিয়ন্ত্রণে আসছিলো না। রাতে তিনি শেষ নিঃস্বাস ত্যাগ করেন।
বিটিভি’র সিনিয়র ক্যামেরা র্পারসন রোজিনা আক্তারের মৃত্যুতে দৈনিক সংকল্প পত্রিকার পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে। এছাড়াও বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ শোক ও সমবেদনা জানিয়েছেন।