হোম খুলনাসাতক্ষীরা নলতায় জনসমুদ্রে দাঁড়িয়ে আধুনিক সাতক্ষীরা গড়ার প্রতিশ্রুতি দিলেন ডা. রুহুল হক

নলতায় জনসমুদ্রে দাঁড়িয়ে আধুনিক সাতক্ষীরা গড়ার প্রতিশ্রুতি দিলেন ডা. রুহুল হক

কর্তৃক Editor
০ মন্তব্য 121 ভিউজ

মাহমুদুল হাসান শাওন:

৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে সকলে নৌকা মার্কায় ভোট দিয়ে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত করলে নির্বাচনী এলাকা দেবহাটা, আশাশুনি ও কালীগঞ্জকে ঢেলে সাজানোর পাশাপাশি একসময়ের অবহেলিত দেশের সর্বদক্ষিণের জেলা সাতক্ষীরাকে আধুনিক সাতক্ষীরা হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন সাতক্ষীরা-০৩ (দেবহাটা, আশাশুনি ও কালিগঞ্জ আংশিক) আসনের বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকাল ৪টায় জেলার নলতা রেসিডেন্সিয়াল কলেজ মাঠে আয়োজিত বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এ প্রতিশ্রুতি দেন।

ডা. রুহুল হক এমপি তার বক্তৃতায় আরও বলেন, ‘গত ১৫ বছরে অবহেলিত সাতক্ষীরাকে উন্নয়নশীল সাতক্ষীরা হিসেবে গড়ে তুলেছি। সাতক্ষীরাবাসির ঘরে ঘরে বিদ্যুৎ, উন্নত চিকিৎসা সেবা, আধুনিক কৃষি উপকরণ, তথ্য ও প্রযুক্তিগত সেবা পৌঁছে দেয়া হয়েছে, জেলার বিভিন্ন উপজেলায় একটি করে মডেল মসজিদ নির্মাণ করে দেয়া হয়েছে, জেলার অসংখ্য ভুমিহীন ও গৃহহীন পরিবারকে সরকারি অর্থায়ণে জমি সহ সেমিপাকা বাসগৃহ নির্মাণ করে দেয়া হয়েছে, সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় প্রত্যেকটি ইউনিয়ন পরিষদের মাধ্যমে ঘরে ঘরে বয়স্ক, বিধবা, প্রতিবন্ধি, গর্ভকালিন ও মাতৃত্বকালিন ভাতা সহ বহুবিধ ভাতা ব্যবস্থা চালু রয়েছে, বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে নতুন বই এবং অভিভাবকদের মুঠোফোনে উপবৃত্তির টাকা পৌঁছে দেয়া হচ্ছে, চিকিৎসা সেবার মানোন্নয়নে সাতক্ষীরা মেডিকেল কলেজ, নলতায় আইএইচটি ম্যাটস নির্মাণ সহ উপজেলা ও জেলা হাসপাতাল গুলোকে আধুনিকায় করা হয়েছে, সাতক্ষীরা শহর বাইপাস সড়ক নির্মাণ, ভোমরা স্থলবন্দর আধুনিকায়ণ, দেবহাটা-আশাশুনি ও কালীগঞ্জে অসংখ্য মসজিদ-মন্দিরের উন্নয়ণে ৩ থেকে ৮ লাখ টাকা হারে বরাদ্দ, রাস্তাঘাট, ব্রীজ-কালভার্ট, সাইক্লোণ শেল্টার নির্মাণ, শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্ত করণ করা হয়েছে। ইতোমধ্যেই সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নির্মাণে আইন পাশ হয়েছে এবং সাতক্ষীরায় অর্থনৈতিক অঞ্চল স্থাপন, সাতক্ষীরা-কালীগঞ্জ মহাসড়ক ফোর লেনে উন্নীতকরণ ও নাভারণ থেকে মুন্সিগঞ্জ পর্যন্ত রেললাইন স্থাপনের প্রকল্প অতিদ্রুত বাস্তবায়ণে নিরালস প্রচেষ্টা অব্যহত রেখেছি। অতীতের মতো আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনারা আবারও নৌকায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দিলে ইনশাআল্লাহ আমার নির্বাচনী এলাকা দেবহাটা-আশাশুনি ও কালীগঞ্জকে ঢেলে সাজানোর পাশাপাশি গোটা সাতক্ষীরা জেলাকে আমি আধুনিক সাতক্ষীরা হিসেবে গড়ে তুলবো’।

জনসভায় নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনিসুজ্জামান খোকনের সভাপতিত্বে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম, দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. মুজিবর রহমান, কালীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান সাঈদ মেহেদী, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শম্ভুচরণ মন্ডল, কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তারালি ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, এমপি পুত্র আইসিটি প্রকৌশলী জিয়াউল হক সুমন, নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল হোসেন সহ নির্বাচনী এলাকা দেবহাটা, আশাশুনি ও কালীগঞ্জের ২০ টি ইউনিয়নের চেয়ারম্যান-মেম্বার সহ জেলার বিভিন্ন ইউনিটের আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দুপুরের পর থেকে তিনটি উপজেলা থেকে শোভাযাত্রা নিয়ে জনসভায় যোগ দেন ক্ষমতাসীন দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিরা। বিকেলে প্রধান অতিথি অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক এমপির বক্তৃতার আগেই রীতিমতো জনসমুদ্রে পরিনত হয় জনসভাটি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন