হোম রাজনীতি নরসিংদী-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম কিনলেন আসলাম সানি

রাজনীতি ডেস্ক:

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী -৪ (বেলাব-মনোহরদী) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন এ এইচ আসলাম সানি (সিআইপি)। তিনি নরসিংদী জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগ শিল্প ও বাণিজ্যবিষয়ক উপকমিটির সদস্য।

সোমবার (২৭ নভেম্বর) দুপুরে এ এইচ আসলাম সানির পক্ষে মনোনয়ন ফরম ক্রয় করেন বেলাব উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. বাচ্চু মিয়া। উপজেলা নির্বাচন কর্মকর্তা সোমা যাদব বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয় বেলাব উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. বাচ্চু মিয়া বলেন, আমি এ এইচ আসলাম সানির অনুমতি ক্রমেই এ মনোনয়ন ফরম ক্রয় করেছি।

মনোনয়নপত্র কেনার বিষয়ে এ এইচ আসলাম সানি বলেন, আমি দীর্ঘ ৪০ বছর ধরে এ জনপদের মানুষের বিশেষ করে বেলাব-মনোহরদীর সর্বসাধারণের সঙ্গে মিলেমিশে কাজ করেছি এবং তাদের পাশে সুখে দুখে থাকার চেষ্টা করেছি। একটি অবাধ, সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য শেখ হাসিনা তৃণমূলের জনপ্রিয় দলীয় নেতাকর্মীদের প্রার্থী হওয়ার নির্দেশনা দিয়েছেন। এ প্রেক্ষিতে বেলাব-মনোহরদীর তৃনমূলের ত্যাগী নেতাকর্মী ও সর্বসাধারণের দাবির মুখে আমি আজ মনোনয়ন ফরম ক্রয় করেছি। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ আমার প্রতি তাদের ইচ্ছা ও আস্থা প্রকাশ করবে এটাই আমার দৃঢ় বিশ্বাস।

উপজেলা নির্বাচন কর্মকর্তা সোমা যাদব বলেন, আজ প্রথম মনোনয়ন ফরম বিক্রি করেছি। সেটি স্বতন্ত্র প্রার্থী হিসেবে কিনেছেন এ এইচ আসলাম সানি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন