হোম জাতীয় নতুন মন্ত্রণালয়ে যাব রোববার, তখন বুঝব কী চ্যালেঞ্জ: দীপু মনি

নতুন মন্ত্রণালয়ে যাব রোববার, তখন বুঝব কী চ্যালেঞ্জ: দীপু মনি

কর্তৃক Editor
০ মন্তব্য 107 ভিউজ

জাতীয় ডেস্ক:

সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, যারা অপরাজনীতি এবং সন্ত্রাস-জ্বালাও পোড়াও করে দেশের ক্ষতি করছে। তাদের নিয়ে কোনো মন্তব্য করা ঠিক হবে না। কারণ, তারা দেশের কল্যাণ চায় না।

শুক্রবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় চাঁদপুরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডা. দীপু মনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু একটি কল্যাণ রাষ্ট্র গঠন করতে চেয়েছেন। তবে তার সেই স্বপ্ন পূরণ হয়নি। কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা পিতার স্বপ্নপূরণে দেশকে আজ এগিয়ে নিয়ে যাচ্ছেন। আশা করছি, সবার সহযোগিতা নিয়ে নতুন এই মন্ত্রণালয়ে কাজ করে বঙ্গবন্ধুর স্বপ্ন এবং শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবো-ইনশাআল্লাহ।’

সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি বলেন, ‘হতদরিদ্রের হার ৫.৬ নেমে এসেছে, সেটাকে শূন্যের কোটায় আনার সর্বোচ্চ চেষ্টা করব। বঙ্গবন্ধু কন্যা যেই স্বপ্ন দেখেছেন, সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ করব।’

সন্ধ্যার কিছুটা আগে রাজধানী ঢাকা থেকে চাঁদপুর সার্কিট হাউসে পৌঁছেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি। এসময় সরকারি প্রশাসন, পুলিশ বিভাগ এবং আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে শহরে কদমতলার নিজ বাসভবনে যান ডা. দীপু মনি। সেখান থেকে চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

এসময় সমাজকল্যাণ মন্ত্রী আরও বলেন, ‘নতুন মন্ত্রণালয়ে যাব রোববারে। তারপর বুঝব নতুন কি কি চ্যালেঞ্জ আছে। এটা খুব বড় সেক্টর। বঙ্গবন্ধু যে কল্যাণ রাষ্ট্র করতে চেয়েছিলেন। বঙ্গবন্ধু কন্যা যে বৈষম্য দূর করতে চেয়েছিলেন। এটা সেই মন্ত্রণালয়। সেই কাজটি অতীতের ধারাবাহিকতা বজায় রেখে ও নতুন নতুন পদক্ষেপ নিয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের কাজ করা হবে।’

প্রসঙ্গত, নতুন করে সমাজকল্যাণ মন্ত্রী হওয়ার পর এই প্রথম ডা. দীপু মনি তার নির্বাচনী এলাকা চাঁদপুরে যান। উপস্থিত নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হওয়ায় এসময় তাকে বেশ হাসোজ্জল দেখা যায়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন