হোম আন্তর্জাতিক নতুন বছরে গাজায় স্থায়ী যুদ্ধবিরতির দাবি

নতুন বছরে গাজায় স্থায়ী যুদ্ধবিরতির দাবি

কর্তৃক Editor
০ মন্তব্য 101 ভিউজ

আন্তর্জাতিক ডেস্ক:

গাজায় স্থায়ী যুদ্ধবিরতির আহবান জানিয়েছেন ফিলিস্তিন সমর্থনকারীরা। ইসরাইলের হামলা বন্ধে লন্ডনের একটি প্রচারণামূলক র‌্যালি থেকে এ আহ্বান জানান তারা। তাদের দাবি, নতুন বছরের শুরুতেই যেন স্থায়ী যুদ্ধবিরতি করা হয়।

আল জাজিরা জানায়, বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) অনুষ্ঠিত ওই র‌্যালিতে অংশ নেন বিশ্বের নানা প্রান্ত থেকে আসা ফিলিস্তিন সমর্থকরা। এ সময় নতুন বছরের ক্ষণ গণনা যাতে গাজায় স্থায়ী যুদ্ধবিরতির ক্ষণ গণনায় পরিনত হয় সেজন্য বিশ্বের মানুষের কাছে আহ্বান জানান তারা।

বিক্ষোভকারীরা বলেন, ‘বিশ্বের সব প্রান্তের মানুষ নতুন বছরকে স্বাগত জানানোর জন্য অপেক্ষায় থাকে। এটি আগামী দিনগুলো সুন্দর করে গড়ে তোলার একটি সুবর্ণ সযোগ। কিন্তু আমাদের এবারের নতুন বছরের একমাত্র চাওয়া একটি স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর করা।’

ওই র‌্যালিতে সুইজারল্যান্ড, তুর্কি, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, তানজানিয়া, মেক্সিকো ও জামার্নি ছাড়াও বিশ্বের ৩০টি দেশ থেকে কর্মীরা উপস্থিত ছিলেন।

র‌্যালি কর্মসূচির মুখপাত্র বুশরা মোহাম্মদ বলেন, ‘গাজার চলমান সহিংসতা বন্ধ করতে এখন একমাত্র যা প্রয়োজন তা হলো একটি স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর করা ও বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ করা যাতে ক্ষতিগ্রস্থ মানুষ পুনরায় মাথা তুলে দাঁড়াতে পারে।’
আরও পড়ুন:গাজা ইস্যুতে ডব্লিউএইচও: কথা নয়, কাজ দরকার

এ সময় র‌্যালীতে অংশ নেয়া আন্দোলনকর্মীরাসহ যুদ্ধবিরতিতে ভেটো দেয়া দেশগুলোর তীব্র নিন্দা জানান। ৭ অক্টোবরের পর থেকে গাজায় ইসরাইলের বর্বরতায় এখন পর্যন্ত ২১ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন। আহত প্রায় ৫৫ হাজার।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন