হোম রাজনীতি নতুন কারিকুলাম: শিক্ষা মন্ত্রণালয় ঘুমিয়ে ছিল কি না, প্রশ্ন ইসলামী আন্দোলনের

নতুন কারিকুলাম: শিক্ষা মন্ত্রণালয় ঘুমিয়ে ছিল কি না, প্রশ্ন ইসলামী আন্দোলনের

কর্তৃক Editor
০ মন্তব্য 97 ভিউজ

রাজনীতি ডেস্ক:

হিজড়াদের অধিকারের নামে ট্রান্সজেন্ডার প্রতিষ্ঠিত করতে কোনো আইন প্রণয়ন করার চেষ্টা করলে সমাজকল্যাণ মন্ত্রণালয় ঘেরাওর হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা।

শুক্রবার (২৬ জানুয়ারি) নতুন শিক্ষা কারিকুলাম বাতিল এবং ট্রান্সজেন্ডার প্রমোটের প্রতিবাদে বায়তুল মোকাররম উত্তর গেটে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিক্ষোভ মিছিল-পূর্ব সমাবেশে এ কথা বলেন তারা।

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেন, বিদেশি এজেন্ডা বাস্তবায়ন করে দেশ এবং জাতিকে ধ্বংস করার পাঁয়তারা হিসেবে এমন শিক্ষা কারিকুলাম প্রণয়ন করা হয়েছে। দেশ ও জাতিকে মূর্খ করার চেষ্টা চলছে।

নতুন কারিকুলাম করার সময় শিক্ষা মন্ত্রণালয় ঘুমিয়ে ছিল কি না, সেই প্রশ্ন তুলে, দ্রুত জেগে উঠে স্থায়ী শিক্ষা কারিকুলাম প্রণয়নের দাবি জানান তিনি।

ফয়জুল করিম বলেন, হিজড়াদের অধিকারের নামে ট্রান্সজেন্ডার প্রতিষ্ঠিত হতে দেয়া হবে না। এ রকম কোনো আইন প্রণয়ন করার চেষ্টা করলে সমাজকল্যাণ মন্ত্রণালয় ঘেরাও করা হবে।

তিনি বলেন, ইসলাম অবশ্যই হিজড়াদের অধিকারের কথা বলে, কিন্তু ট্রান্সজেন্ডার নয়। অবৈধ জিনিস কখনোই বৈধ হতে পারে না।

আলোচিত শিক্ষক আসিফ মাহতাবকে পুনর্বহালের দাবি সঙ্গে দেশের সব বেসরকারি বিশ্ববিদ্যালয়কে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে ট্রান্সজেন্ডারের ব্যাপারে তাদের বক্তব্য স্পষ্ট করার আহ্বান।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন