হোম খেলাধুলা নতুন অধিনায়ক ও খেলোয়াড় নিয়ে অস্ট্রেলিয়া সিরিজের দল দিল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক:

বিশ্বকাপ ব্যর্থতার পর ঢেলে সাজানো হচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে। নতুন কর্মকর্তাদের অধীনে প্রথম সিরিজ খেলতে অস্ট্রেলিয়া যাবে বাবর আজম-শাহিন আফ্রিদিরা। সেই সিরিজের জন্য সোমবার (২০ নভেম্বর) স্কোয়াড ঘোষণা করেছে পিসিবি।

বিশ্বকাপ ব্যর্থতার পর নির্বাচক প্যানেলে বেশ পরিবর্তন এনেছে পিসিবি। বাবর আজমও ছেড়ে দিয়েছেন তিন ফরম্যাটের অধিনায়কত্ব। তাই অস্ট্রেলিয়া সিরিজের টেস্ট দলে আছে বেশকিছু পরিবর্তন। এই সিরিজে সাদা জার্সিতে পাকিস্তানকে প্রথমবারের মতো নেতৃত্ব দিতে যাচ্ছেন শান মাসুদ।

অস্ট্রেলিয়া সফরে প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন সাইম আইয়ুব এবং খুররাম শেহজাদ। সাইমের এর আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে খেলার অভিজ্ঞতা থাকলেও শেহজাদ এবারই প্রথম ডাক পেয়েছেন জাতীয় দলে।

আন্তর্জাতিক এবং ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টিতে ইতোমধ্যে নিজের জাত চিনিয়েছেন সাইম। সর্বশেষ কায়েদ-এ আজম ট্রফিতে অনবদ্য পারফর্ম করে এবার জাতীয় দলে ডাক পেলেন এই ওপেনার। কায়েদ এ আজম ট্রফিতে সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছেন খুররাম। তাতেই জাতীয় দলের দরজা খুলে গেছে এই ক্রিকেটারেরা জন্য।

জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের পর জাতীয় দলের জার্সিতে আর দেখা যায়নি মির হামজাকে। কায়েদ এ আজম ট্রফিতে আলো কেড়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে দলে ফিরেছেন তিনি। এছাড়া দলে ফিরেছেন অলরাউন্ডার ফাহিম আশরাফ।

অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানের স্কোয়াড:
শান মাসুদ (অধিনায়ক), আমের জামাল, আব্দুল্লাহ শফিক, আবরার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, হাসান আলী, ইমাম-উল-হক, খুররম শেহজাদ, মির হামজা, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নুমান আলী, সাইম আইয়ুব, সালমান আঘা, সরফরাজ আহমেদ, সৌদ শাকিল, শাহিন আফ্রিদি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন