নড়াইল প্রতিনিধি:
সুদীর্ঘ ২২ বছর কারাভোগের পর মুক্তি পেলেন গোলাম রসুল। একটি হত্যা মামলায় এত দীর্ঘ সময় জেল খাটার পর, এখন তিনি সমাজের মূল স্রোতে ফিরতে চান। আর এই প্রত্যাবর্তনের পথ সুগম করে দিল অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতি, নড়াইল। পুনর্বাসন প্রকল্পের অংশ হিসেবে তাকে একটি ব্যাটারি চালিত ভ্যান প্রদান করা হয়েছে। ব্যাটারি চালিত ভ্যান প্রদান করেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান,জেলা সমাজসেবা অফিসের উপপরিচালক জেড এম মিজানুর রহমান,প্রফেশন অফিসার বাপ্পী কুমার সাহা,শহর সমাজ সেবা অফিসার মো: সুজা উদ্দিন প্রমুখ।
গোলাম রসুল, পিতা- মৃত কুটি মিয়া, আগদিয়া, সদর, নড়াইলের বাসিন্দা। ২২ বছর আগে একটি হত্যা মামলায় তার সাজা হয়। জীবনের দীর্ঘ একটি অধ্যায় কারাগারে কাটানোর পর সম্প্রতি তিনি কারামুক্ত হয়েছেন।
সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘ কারাবাসের পর এই সমস্ত কয়েদীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা এবং তাদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করাই তাদের মূল লক্ষ্য। পুনর্বাসনের অংশ হিসেবে ব্যাটারি চালিত ভ্যানটি গোলাম রসুলকে তার উপার্জনের একটি স্থায়ী পথ করে দেবে বলে সমিতি আশা করে।
ভ্যানটি হাতে পেয়ে গোলাম রসুল বলেন, “২২ বছর পর সমাজের আলো দেখলাম। সমিতি আমাকে যে সাহায্য করল, তাতে আমি আবার কাজ করে খেতে পারব। সকলের কাছে কৃতজ্ঞ।” এই উদ্যোগ সমাজের কাছে একটি ইতিবাচক বার্তা পৌঁছে দেবে যে, অপরাধের শাস্তি ভোগের পর যে কেউ ইচ্ছা করলে আবার সুস্থ ও স্বাভাবিক জীবন যাপন করতে পারে।
পূর্ববর্তী পোস্ট