হোম খুলনানড়াইল নড়াইলে সদর থানার ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত মাদক ও সন্ত্রাস দমনে জিরো টলারেন্স ঘোষণা

নড়াইলে সদর থানার ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত মাদক ও সন্ত্রাস দমনে জিরো টলারেন্স ঘোষণা

কর্তৃক Editor
০ মন্তব্য 58 ভিউজ

মোস্তফা কামাল,নড়াইল:

নড়াইলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং পুলিশ জনগণের মধ্যে সেতুবন্ধন তৈরির লক্ষ্যেওপেন হাউজ ডেঅনুষ্ঠিত হয়েছে। ১৯ জানুয়ারি (সোমবার) বেলা ১১টায় সদর থানা পুলিশের আয়োজনে থানা চত্বরে এই সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের পুলিশ সুপার মো. আল মামুন শিকদার। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওলি মিয়ার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন অর্থ) নূর আলম সিদ্দিকী,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ কামরুজ্জামান। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ট্রাফিক ইন্সপেক্টর (অ্যাডমিন) মো. কামরুল ইসলাম, সদর ফাঁড়ির আইসি মো. তুহিন হাওলাদার, ইন্সপেক্টর (তদন্ত) অজয় কুমার কুন্ডু, ইন্সপেক্টর (অপারেশন) আকরাম হোসেনসহ জেলা কমিউনিটি পুলিশিং কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আনসার বাহিনীর সদস্যরা।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মো. আল মামুন শিকদার বলেন, “পুলিশই জনতা, জনতাই পুলিশ। সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে পুলিশ বদ্ধপরিকর।তিনি জেলাজুড়ে মাদক সন্ত্রাস দমনেজিরো টলারেন্সনীতির কথা পুনর্ব্যক্ত করেন এবং যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানান।

সভায় স্থানীয় প্রতিনিধি বক্তারা নড়াইলের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পুলিশ সুপার আগতদের কথা শোনেন এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদানের মাধ্যমে সভা শেষ করেন।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন