হোম খুলনানড়াইল নড়াইলে যুবলীগ নেতার পদত্যাগ

নড়াইলে যুবলীগ নেতার পদত্যাগ

কর্তৃক Editor
০ মন্তব্য 60 ভিউজ

নড়াইল প্রতিনিধি

বাংলাদেশ আওয়ামী যুবলীগের দলীয় কর্মকান্ডকেরাষ্ট্রদ্রোহী ফ্যাসিবাদীআখ্যা পাওয়ায় দলটির পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন নড়াইলের এক স্থানীয় যুলীগ নেতা। পদত্যাগকারী নেতা মো. জাহাঙ্গীর ফকির নড়াইল সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড যুবলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

দলীয় শৃঙ্খলা ব্যক্তিগত কারণে তিনি নড়াইলের পুলিশ সুপার এবং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কার্যালয়ে এই পদত্যাগপত্র জমা দেন। 

বিষয়ে মো. জাহাঙ্গীর ফকির বলেন:”দেশের বর্তমান প্রেক্ষাপটে আওয়ামী যুবলীগের কর্মকাণ্ড সাধারণ মানুষের আকাঙ্ক্ষার পরিপন্থী এবং ফ্যাসিবাদী ধারায় রূপ নিয়েছে। একজন সচেতন নাগরিক হিসেবে এমন নীতিবিবর্জিত কর্মকাণ্ডের সঙ্গে আমি আর থাকতে পারছি না। তাই স্বেচ্ছায় সজ্ঞানে আমি পদত্যাগ করেছি। ভবিষ্যতেও এই দলের কোনো স্তরের কর্মকাণ্ডের সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না।

তিনি আরও জানান, ব্যক্তিগত পারিবারিক কারণেও তিনি রাজনীতি থেকে দূরে থাকতে চান। তার এই পদত্যাগপত্রটি দ্রুত গ্রহণ করে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন।

এদিকে, তৃণমূলের একজন নেতার এমন প্রকাশ্য পদত্যাগ নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন