নড়াইল প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও শহর পরিস্কার পরিচ্ছন্ন করার মধ্যদিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।এ উপলক্ষে বেলা সাড়ে ১১টায় নড়াইল চৌরাস্তা দলীয় কার্যালয় থেকে একটি র্যালি বের করে শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে অন্যান্য কর্মসূচি পালন করে।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ মনিরুল ইসলাম,জেলা বিএনপির সবেক সভাপতি জুলফিকার আলী মন্ডল,সাবেক যুগ্ম সম্পাদক আলী হাসান,পৌর বিএনপির সভাপতি খন্দকার ফসিয়ার রহমান,জেলা যুবদলের সভাপতি মো: মশিয়ার রহমান,সাধারণ সম্পাদক শাহাদাত কবীর রুবেল,জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ বিশ্বাস, সাধারণ সম্পাদক খন্দকার মাহমুদুল হাসান সনি প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সেচ্ছাসেবক দলের আহ্বায়ক খন্দকার মঞ্জুরুল সাঈদ বাবু ও সদস্য সচিব আরিফুজ্জামান মিলন।