নড়াইল প্রতিনিধি :
নড়াইল সদর উপজেলার হবখালী ইউনিয়নের বসুপাড়া গ্রামের বাসিন্দা সিঙ্গাপুর প্রবাসী শেখ মিল্লাতের স্ত্রী নাসরিন সুলতানা কেয়ার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে প্রবাসীর পরিবার। ১৪ আগস্ট বৃহস্পতিবার বিকেলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয় শেখ মিল্লাতের দেয়া নগদ টাকা, স্বর্ণালংকার, জমিজমা ও আসবাবপত্রসহ অন্যান্য মালামাল হাতিয়ে নিয়ে স্বামী ও তার পরিবারের সদস্যদের নামে ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করে হয়রানি করার এই সংবাদ সম্মেলন করা হয়।
প্রবাসী শেখ মিল্লাতের পক্ষে তার বড় ভাই মহব্বত শেখ লিংকন বসুপাড়ার নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেন।এ সময় পরিবারের নারী-পুরুষ সদস্য ও প্রতিবেশিরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মহব্বত হোসেন লিংকন বলেন, প্রায় ২০ বছর পূর্বে তার ছোট ভাই মিল্লাতের সাথে নড়াইল পৌরসভাধীন বাগবাড়ি এলাকার আজিজার রহমানের মেয়ে নাসরিন সুলতানা কেয়ার বিয়ে হয়।তার ভাই মিল্লাত ১৪ বছর ধরে সিঙ্গাপুরে অবস্থানের সুবাদে স্ত্রী নারগিস সুলতানা কেয়া বেপরোয়া জীবন যাপন শুরু করেন।বছর দুয়েক পূর্বে তাদের দুই মেয়ে নিয়ে নড়াইল শহরে ভাড়া বাড়িতে চলে যায়। কেয়ার বেপরোয়া-উচ্ছৃংখল চলাফেরার কারণে তাদের দাম্পত্য জীবনে প্রায় সময় ঝগড়া-কলহ লেগে থাকে।এমনকি আমার বৃদ্ধ বাবাসহ পরিবারের সদস্যদের সঙ্গে মারমুখি আচরণ অব্যাহতভাবে করতে থাকে কেয়া। এক পর্যায়ে মিল্লাতের স্ত্রী তাদের ভাড়া বাসার যাবতীয় মালামাল, স্বামীর দেয়া নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে দুই মেয়েসহ বাবার বাড়ি চলে যায়। এমনকি মিল্লাতের টাকা দিয়ে কেয়ার নামে কেনা ১৯ শতাংশ জমি ফেরত দিতে অস্বীকার করে মিল্লাতের সঙ্গে যোগাযোগ বিছিন্ন করে দেয়। এছাড়া মিল্লাত ও আমাদের পরিবারের সদস্যদের নামে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা তথ্য দিয়ে মামলা করে হয়রানি করতে থাকে।আমার বৃদ্ধ পিতাসহ পরিবারের অন্যান্য সদস্যদের একাধিকবার অপমান অপদস্ত করেছে কেয়া।মিল্লাতের স্ত্রীর দূর্ব্যবহার ও অসাদচারনে আমাদের গোটা পরিবারে অশান্তি বিরাজ করছে। সংবাদ সম্মেলনে মিল্লাতের টাকা দিয়ে কিনে দেয়া জমি, স্বর্ণালংকার, মালামালসহ তার দুই মেয়েকে ফেরত প্রদানের এবং হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান তিনি।
মিল্লাতের স্ত্রী নারগিস সুলতানা কেয়া এসব অভিযোগ অস্বীকার করে বলেন, আমার বিরুদ্ধে নানা অপবাদ ছড়ানো হচ্ছে।