নড়াইল প্রতিনিধি:
নড়াইল শহরের ভাদুলিডাঙ্গায় নিজ বাড়ির সামনে থেকে প্রথম আলোর সাংবাদিক রাজুর একটি মোটরসাইকেল চুরি হওয়ার ঘটনায় এলাকায় ও সাংবাদিকদের মাঝে ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। গত ২০ তারিখ রাত ১১টার দিকে এই চুরির ঘটনা ঘটে। সাংবাদিক রাজু অসুস্থ স্ত্রীকে হসপিটালে নেয়ার জন্য ঘরের ভিতরে যায়। কিছুক্ষণ পর ঘর থেকে বেরিয়ে মোটরসাইকেল পাওয়া যায়নি।
চুরি যাওয়া মোটরসাইকেলটির নম্বর নড়াইল হ- ১১৪১৩০। সাংবাদিকের ব্যক্তিগত যানবাহন এভাবে চুরি হয়ে যাওয়ায় বিষয়টি নিয়ে স্থানীয় সাংবাদিকদের মধ্যেও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, সাংবাদিক রাজু প্রতিদিনের মতো তাঁর মোটরসাইকেলটি বাড়ির সামনে রেখে কিছুক্ষণের জন্য ঘরের মধ্যে যান । এই সুযোগে দুষ্কৃতকারীরা সেটি চুরি করে নিয়ে যায়।
নড়াইলে প্রায়শই এমন মোটরসাইকেল চুরির ঘটনা ঘটায় স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। একজন সাংবাদিকের বাড়ি থেকে প্রকাশ্যে এভাবে মোটরসাইকেল চুরি হওয়ায় সাধারণ মানুষ এবং সাংবাদিক মহল উভয়ের মধ্যেই চাপা ক্ষোভ বিরাজ করছে।
সাংবাদিক রাজু দ্রুত এই বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন এবং যাত চুরি যাওয়া মোটরসাইকেলটি দ্রুত উদ্ধার হয়। স্থানীয় সাংবাদিকরা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং পুলিশের পক্ষ থেকে দ্রুত চোরদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। এই ঘটনায় নড়াইল সদর থানায় সাধারণ ডাইরি করা হয়েছে