নড়াইল প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলাম নড়াইল জেলার উদ্যোগে আনুপাতিক নির্বাচন (পিআর) পদ্ধতি ও আগামীর বাংলাদেশ শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ৯ অক্টোবর তারিখে রোজ বৃহস্পতিবার বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী নড়াইল জেলার উদ্যোগে জেলা পরিষদ অডিটরিয়ামে (PR) পদ্ধতির বাস্তবতা, প্রয়োজনীয়তা, গুরুত্ব, সম্ভাব্য অর্জন ও ঝুঁকি ইত্যাদি বিষয়ে এই মতবিনিময় সভার অয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মির্জা আশেক এলাহী, টিম সদস্য, যশোর-কুষ্টিয়া অঞ্চল, বাংলাদেশ জামায়াতে ইসলামী। এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব আতাউর রহমান বাচ্চু, কেন্দ্রীয় মাজলিসে শুরা সদস্য ও জেলা আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, নড়াইল জেলা। এছাড়াও আরো উপস্থিত ছিলেন অ্যাসিসেন্ট সেক্রেটারি আইয়ুব হোসেন নড়াইল জেলার বিভিন্ন সূধীজন, আইনজীবী, ডাক্তার, বিভিন্ন কর্মকর্তা সহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতা সহ টিভি চ্যানেল , প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে জনাব মির্জা আশেক এলাহী পিআর পদ্ধতির উপকারিতা সম্পর্কে সবাইকে অবগত করেন।