নড়াইল প্রতিনিধিঃ
জেলায় এবছর মোট ৫’শ ২৪ টি মন্ডবে শারদীয় দূর্গাপূজা অনুষ্ঠিত হবে। এরমধ্যে অধিক ঝুকিপূর্ন ২৬ টি মন্ডবে স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাসদস্যরা টহলে থাকবেন। প্রতিটি মন্ডবে ৬ জন করে আনসার সদস্য এবং ঝুকিপূর্ন গুলোতে ৮ জন করে পাহারার দ্বায়িত্বে থাকবেন।পুলিশ এবং সেনাসদস্যরা ভ্রাম্যমান হিসেবে মন্ডবগুলো পাহারা দিবেন।
নড়াইলে দূর্গাপূজা নির্বিঘ্নে পালন উপলক্ষ্যে আইন–শৃংখলা কমিটির বিশেষ সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো.রবিউল ইসলাম,নড়াইল আর্মি ক্যাম্প কমান্ডার মেজর লিখন,জেলা আনসার কমান্ড্যান্ড মো.নরুল আবছার, অতিঃ জেলা প্রশাসক(সার্বিক) লিংকন বিশ^াস,ডিডিএলডি জুলিয়া সুকায়না, আনসার ও ভিডিপি’র জেলা কমান্ড্যান্ট মো: নুরুল আবছার, জেলা বি এনপির সাধারন সম্পাদক মো.মনিরুল ইসলাম.জামায়াতের নগর আমির হেমায়েতুল হক হিমু,পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি মিলন ঘোষ, ফ্রন্টের নেতা সুকেশ সাহা আনন্দ প্রমুখ। জেলার ৫২৪ টি মন্ডবের মধ্যে সদরে ২৩৯,লোহাগড়া তে ১৪৪ টি, কালিয়া ও নড়াগাতি তে যথাক্রমে ৮৬ ও ৫৫ টি করে।#