নড়াইল প্রতিনিধি:
নড়াইলের লোহাগড়া উপজেলায় দুর্নীতির বিরুদ্ধে শপথ নিয়েছে চার শতাধিক শিক্ষার্থী। বৃহস্পতিবার (৭ আগস্ট) লাহুড়িয়া হাফেজ আব্দুল করিম একাডেমির শিক্ষার্থীদের নিয়ে ওই শপথ অনুষ্ঠান হয়।
‘নিজেরা দুর্নীতি করব না দুর্নীতিকে প্রশ্রয় দিব না’ শিরোনামে ওই শপথ বাক্য পাঠ করান লোহাগড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) নির্বাহী সদস্য শারমিন ইসলাম। বিদ্যালয় মিলনায়তনে ওই অনুষ্ঠানের আয়োজন করে লোহাগড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক)। দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহযোগিতায় ওই অনুষ্ঠানে এর আগে দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা ও কুইজ প্রতিযোগিতা হয়। পরে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও দুর্নীতি দমন কমিশনের দেওয়া শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন দুদকের যশোর সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক মোঃ তৌহিদুল ইসলাম। সভাপতিত্ব করেন দুপ্রক লোহাগড়া উপজেলা কমিটির নির্বাহী সদস্য কোহিনুর পারভিন।
অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার ফারজানা আক্তার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ অহিদুজ্জামান, দুপ্রক লোহাগড়া উপজেলা কমিটির সাবেক সভাপতি শেখ নজরুল ইসলাম ও সাবেক সহ-সভাপতি শেখ কবির হোসেন প্রমুখ।