নড়াইল প্রতিনিধি:
নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) দু’টি পৃথক অভিযানে মোট ৩৫ (পঁয়ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গত ২০ অক্টোবর, ২০২৫, রাতে এই অভিযান দু’টি চালানো হয়।
জেলা গোয়েন্দা পুলিশ প্রথমে মোঃ ইকরামুল হোসেন (৪০) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইকরামুল নড়াইল জেলার সদর থানাধীন আলোকদিয়া গ্রামের মোঃ সোহরাব মোল্লার ছেলে। গত ২০ অক্টোবর, রাত ১০টা ৫ মিনিটে (২২:০৫ ঘটিকা), নড়াইল সদর থানাধীন ৫ নং শাহাবাদ ইউনিয়নের ১ নং ওয়ার্ড গোপিকান্তপুর-সরশপুর হতে আলোকদিয়া গামী পাকা রাস্তার ওপর থেকে তাকে আটক করা হয়।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব মোঃ আব্দুল খালেক-এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ টিটু আলী, এএসআই (নিঃ) তুহিন আলী এবং সঙ্গীয় ফোর্সের অভিযানে ইকরামুল হোসেনকে গ্রেফতার করা হয়। এ সময় তার নিকট থেকে ২০ (বিশ) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজুর প্রক্রিয়া চলছে।
একই রাতে দ্বিতীয় অভিযানে ঠাকুর বিশ্বাস (৪৩) নামের আরও একজন মাদক কারবারিকে গ্রেফতার করে ডিবি পুলিশ। গ্রেফতারকৃত ঠাকুর বিশ্বাস নড়াইল সদর থানাধীন গোবরা গ্রামের সুভাষ বিশ্বাসের ছেলে। রাত ১১টা ৫ মিনিটে (২৩:০৫ ঘটিকা), জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব মোঃ আব্দুল খালেক-এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) জাহাঙ্গীর আলম এবং সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে নড়াইল সদর থানাধীন ৯ নং সিংগাশৈলপুর ইউনিয়নের গোবরা গ্রামস্থ জনৈক আদমের স-মিলের (সোয়া মিলের) সামনে থেকে তাকে গ্রেফতার করে।
তল্লাশির সময় ঠাকুর বিশ্বাসের কাছ থেকে ১৫ (পনেরো) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এই ঘটনায়ও নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
গ্রেফতারকৃত উভয় আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলার পুলিশ সুপার জনাব মোঃ রবিউল ইসলাম বলেন মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।