নড়াইল প্রতিনিধি:
নড়াইলে জেলা ক্রিড়া সংস্থায় ফ্যাসিস্টের দোসর আশরাফুজ্জামান পিন্টুর কমিটিতে আর্ন্তভুক্ত হওয়ায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২১ সেপ্টেম্বর রোববার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নড়াইল জেলা ক্রিড়াপ্রেমী নাগরিকবৃন্দের আয়োজনে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় । ঘন্টাব্যাপি মানববন্ধন চলাকালে ২শতাধিক নারী পুরুষ মানববন্ধনে উপস্থিত ছিলেন। এ সময় বক্তব্য দেন নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহাবুব মোর্শেদ জাফল,সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাহিদুর রহমান পলাশ,নগর বিএনপির সভাপতি তেলায়েত হোসেন বাবু,সাধারন সম্পাদক ফসিয়ার রহমান,সাবেক জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আলী হাসান প্রমুখ। মানববন্ধনে বক্তারা ফ্যাসিস্টের দোসর আশরাফুজ্জামান পিন্টুকে জেলা ক্রিড়া সংস্থার সদস্য পদ বাতিলের দাবী জানান এবং একই সাথে জেলা ক্রিড়া অফিসার কামরুজ্জামানের অপসারণ ও শাস্তি দাবী করেন । মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল সহকারে ক্রিড়া অফিসার কামরুজ্জামানের অফিস ঘোরাও করে এবং বিক্ষোভ করে। পরে বিএনপির সিনিয়র নেতারা বিক্ষোভকারীদের ওখান থেকে ফিরিয়ে আনেন।
এ বিষয়ে ক্রিড়া অফিসার কামরুজ্জামান বলেন , কিছুদিন আগে কমিটির একজন মোল্যা মো: মনিরুজ্জামান মুত্যু বরন করেন এরফলে আমরা নতুন একজন অর্ন্তভুক্ত করার জন্য আলোচনা করি । আমরা একজন ভালো মানের সদস্য খুজতে থাকি এরমধ্যে জাতীয় ক্রিড়া পরিষদ আশরাফুজ্জামান পিন্টুকে কমিটিতে আর্ন্তভুক্ত করে চিঠি পাঠায় যা আমরা অর্ন্তভুক্ত করতে বাধ্য। এই বিষয়ে আমি কিছুই জানিনা।