হোম খুলনাযশোর নড়াইলকে বঞ্চিত করে প্রতিবেশী যশোরে আরো একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ

নড়াইলকে বঞ্চিত করে প্রতিবেশী যশোরে আরো একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ

কর্তৃক Editor
০ মন্তব্য 58 ভিউজ

নড়াইল প্রতিনিধি:
যশোরে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় থাকার পরও নড়াইলকে বঞ্চিত করে প্রতিবেশী জেলা যশোরে আরো একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি করা হয়েছে।
রবিবার (২৬ অক্টোবর) সকালে সম্মিলিত সামাজিক জোটের আয়োজনে ডিসি অফিস চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসুচি পালন করা হয়। এর পর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বসের নিকট স্মারকলিপি দেওয়া হয়।
সভায় বক্তব্য দেন জাতীতাবাদী আইনজীবি ফোরামের সভাপতি অ্যাডভোকেট আজিজুল ইসলাম, জোটের ভারপ্রাপ্ত সদস্য সচিব জাকারিয়া খান,অ্যাডভোকেট কামরুল ইসলাম, ছাত্রনেতা শাফায়াত উল্লাহ সম্মিলিত সামাজিক জোটের আহবায়ক, সেচ্ছাসেবী এস এম ইরফানুল বারী উজ্জ্বল, মুহাদ্দিস হোসেন বাপ্পা, সাইফুল ইসলাম বকুল, নাসির ও শাকিল উদ্দিন প্রমুখ।
নড়াইল জেলায় পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠা না করা হলে হরতাল-অবরোধের মতো কর্মসূচি দেওয়ার ঘোষণা দিয়েছে জেলার সামাজিক সংগঠনগুলো।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন