নড়াইল প্রতিনিধি:
আসন্ন সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নড়াইল–২ আসনের নির্বাচনী ময়দান এখন তুঙ্গে। এই আসনে সংসদ সদস্য পদপ্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মনিরুল ইসলাম দিন–রাত এক করে চষে বেড়াচ্ছেন জনপদের প্রতিটি প্রান্ত। কনকনে শীত উপেক্ষা করে সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা ও কুশল বিনিময় করছেন তিনি। দীর্ঘ রাজনৈতিক ত্যাগ ও সাধারণ মানুষের সঙ্গে নিবিড় সম্পর্কের কারণে নির্বাচনী মাঠে তার বিরামহীন এই গণসংযোগ সর্বস্তরের মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, মনিরুল ইসলাম কেবল নির্বাচনের মৌসুমে সক্রিয় হওয়া নেতা নন। গত ১৭ বছরের আন্দোলন–সংগ্রামে তিনি ছিলেন রাজপথের অকুতোভয় সৈনিক। হামলা, মামলা আর নানামুখী প্রতিকূলতা মোকাবিলা করেও তিনি মাঠ ছাড়েননি। তৃণমূল নেতা–কর্মীদের মতে, দুর্দিনে মানুষের পাশে থাকার সেই আন্তরিকতাই আজ তাকে সাধারণ ভোটারদের মধ্যমণিতে পরিণত করেছে। প্রতিদিন ফজরের নামাজ পড়ে বের হন তিনি, শুরু হয় পদযাত্রা ও পথসভা। প্রতিটি ইউনিয়নে পাড়া–মহল্লায় গিয়ে তিনি সাধারণ মানুষের অভাব–অভিযোগ শুনছেন। গণসংযোগকালে মনিরুল ইসলাম আবেগঘন কণ্ঠে বলেন। বিগত ১৭টি বছর আমি আপনাদের সুখ–দুঃখে ছায়ার মতো পাশে ছিলাম। জেল–জুলুম সহ্য করেছি কিন্তু আপনাদের ছেড়ে যাইনি। আজ আপনাদের দোয়া ও সমর্থন প্রত্যাশা করছি। আপনারা আমাকে সুযোগ দিলে নড়াইল–২ আসনকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন মডেল জনপদ হিসেবে গড়ে তুলব।
সরেজমিনে গণসংযোগ চলাকালে দেখা যায়, সাধারণ মানুষ তাকে কাছে পেয়ে জড়িয়ে ধরছেন। বয়োজ্যেষ্ঠদের আশীর্বাদ আর তরুণদের উল্লাসে মুখর হয়ে উঠছে প্রতিটি পথসভা। লোহাগড়া এলাকার এক প্রবীণ ভোটার জহির উদ্দিন বলেন, মনিরুল ইসলামকে আমরা বিপদে–আপদে সবসময় পাশে পেয়েছি। তিনি রাজপথের পরীক্ষিত নেতা। এলাকার উন্নয়নের জন্য তার মতো ত্যাগী মানুষের বিকল্প নেই
নির্বাচনী প্রচারণায় মনিরুল ইসলাম তার উন্নয়ন ভাবনার কথা তুলে ধরছেন। তার প্রধান অঙ্গীকারগুলোর মধ্যে রয়েছে। কর্মসংস্থান সৃষ্টিতে বিশেষ প্রকল্প গ্রহণ,এলাকার প্রান্তিক মানুষের জন্য উন্নত চিকিৎসা নিশ্চিত করা,অবহেলিত রাস্তাঘাট ও শিক্ষা প্রতিষ্ঠানের আধুনিকায়ন।
গভীর রাত পর্যন্ত উঠান বৈঠক ও জনসংযোগের মাধ্যমে ভোটারদের মন জয় করে জয়ের ব্যাপারে দৃঢ় আশাবাদী আলহাজ্ব মনিরুল ইসলাম ও তার সমর্থকরা।
