হোম খুলনানড়াইল নড়াইল-১ : বিশ্বাস জাহাঙ্গীর আলমের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করলেন বিএনপি নেতৃবৃন্দ

নড়াইল-১ : বিশ্বাস জাহাঙ্গীর আলমের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করলেন বিএনপি নেতৃবৃন্দ

কর্তৃক Editor
০ মন্তব্য 57 ভিউজ

নড়াইল প্রতিনিধি:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল (কালিয়া সদরের একাংশ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলমের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসকের কার্যালয় থেকে স্থানীয় বিএনপি অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ এই মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহবুব মোর্শেদ জাপল,নড়াইল সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাহিদুর রহমান পলাশ,কালিয়া উপজেলা বিএনপির সহসভাপতি মো. আসজাদুল রহমান মিটু,জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহদাত কবীর রুবেল ,বিএনপি নেতা এস এম আব্দুল হক, তারিকুজ্জামান লিটু, আজিজুল ইসলামসহ জেলা বিএনপি, যুবদল ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ।

মনোনয়নপত্র সংগ্রহ শেষে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহবুব মোর্শেদ জাপল বলেন, “বিশ্বাস জাহাঙ্গীর আলম নড়াইলের গণমানুষের নেতা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে তাকে দল থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। আমরা আশাবাদী, একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হলে নড়াইল আসনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত।

সময় স্থানীয় নেতাকর্মীরা নির্বাচনী আচরণবিধি মেনে শান্তিপূর্ণভাবে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সাধারণ মানুষকে শামিল হওয়ার আহ্বান জানান।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন