হোম এক্সক্লুসিভ সিলেট নগরীতে জঙ্গি সদস্যের বাসা থেকে বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার

সিলেট নগরীতে জঙ্গি সদস্যের বাসা থেকে বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার

কর্তৃক
০ মন্তব্য 116 ভিউজ

সিলেট অফিস :

সিলেট থেকে জঙ্গী সন্দেহে আটক সাদি এর জালালাবাদ আবাসিক এলাকার ৪৫/১০ বাসা থেকে শক্তশালী বোমা ও বোমা তৈরীর সরঞ্জাম উদ্ধার করেছে কাউন্টার টেররিজম ইউনিট।

সিলেট নগরের জালালাবাদে নব্য জিএমবির এক সদস্যর বাসায় অভিযান চালিয়েছে পুলিশ। মঙ্গলবার রাতে চালানো ওই অভিযানে বোমা, বোমা তৈরির সরঞ্জাম ও কম্পিউটার ডিভাইস জব্দ করা হয়।

সিলেট সিটি করপোরেশনের ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর আফতাব হোসেন খান জানান, জালালাবাদ আবাসিক এলাকার ৪৫/১০ নং বাসার মুক্তিযোদ্ধা মইনুল আহমদের বাসায় অভিযান চালায় পুলিশ। অভিযানের সময় আমিও উপস্থিত ছিলাম। এসময় বাসা থেকে বোমা, বোমা তৈরীর এবং কিছু কম্পিউটার সরঞ্জাম উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। উদ্ধারকৃত কম্পিউটারে বোমা তৈরির বেশকিছু ভিডিও ছিলো।

সিলেটে নব্য জেএমবির শীর্ষ নেতাসহ পাঁচ জঙ্গিকে আটকের পর তাদের নিয়ে নগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়েছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের বিশেষ দল। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে আটক জঙ্গি সানাউল ইসলাম সাদিকে নিয়ে নগরীর জালালাবাদ আবাসিক এলাকায় তার বাসায় যায়। সেখান থেকে বোমা তৈরির উপকরণ ও ল্যাপটপ জব্দ করা হয়।

অপরদিকে, আটক আরেক জঙ্গি সায়েমকে নিয়ে নগরীর টিলাগড় শাপলাবাগের জঙ্গিদের ভাড়া করা শাহ ভিলায় যায় কাউন্টার টেরোরিজম ইউনিট। তিন মাস আগে চারতলা বাসার ৪র্থ তলার একটি ইউনিট কম্পিউটার ট্রেনিং সেন্টারখোলার নামে ভাড়া নেয় জঙ্গিরা। কিন্তু এখনো সে বাসায় ওঠেনি তারা।

গত রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত কাউন্টার টেরোরিজম ইউনিটের অভিযানে সিলেটের বিভিন্নস্থানে অভিযান চালিয়ে নব্য জেএমবি’র সিলেট আঞ্চলিক কমান্ডার ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাইমুজ্জামান, সানাউল ইসলাম সাদি ও মদন মোহন কলেজের শিক্ষার্থী সায়েমসহ পাঁচ জঙ্গিকে আটক করে।

তবে সিলেট কতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মিঞা এ অভিযানের বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন।

এরআগে সিলেটের বিভিন্ন এলাকা থেকে নব্য জেএমবি’র সিলেট সেক্টর কমান্ডারসহ সংগঠনটির ৫ সদস্যকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। আটককৃতদের মধ্যে সাদিও রয়েছেন। তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে জানা গেছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন