হোম অন্যান্যসারাদেশ ধ্রুব পরিষদের বোর্ড পরীক্ষায় ফলাফল প্রকাশ, কেশবপুরে শীর্ষে চারুপাঠ আর্ট স্কুল

ধ্রুব পরিষদের বোর্ড পরীক্ষায় ফলাফল প্রকাশ, কেশবপুরে শীর্ষে চারুপাঠ আর্ট স্কুল

কর্তৃক
০ মন্তব্য 165 ভিউজ

জয়দেব চক্রবত্তী,কেশবপুর :
ধ্রুব পরিষদ,বাংলাদেশ এর অধীনে সাংস্কৃতিক বিষয়ক বোর্ড পরীক্ষা ২০১৯ এর ফলাফল প্রকাশিত হয়েছে। কেশবপুরে চারুপীঠ আর্ট স্কুল শীর্ষ স্থান অর্জন করেছে উপজেলার মধ্যে।

কেশবপুর চারুপাঠ আর্ট স্কুল থেকে ২৬ জন প্রথম বিভাগ ও ২ জন ২য় বিভাগে পাশ করেছে। ১ম বর্ষে : ১ম বিভাগ পেয়েছে সাইদা আকিদা জামান,প্রিয়াংকা সাহা,জেরিন আক্তার মীম, নন্দিনী সাধু খা,উদ্দীপ্ত পাল,তন্নী খাতুন,জিহামণি আক্তার,তাহসিনা তানহা,অর্পিতা হালদার,

২য় বর্ষে: ১ম বিভাগ প্রাপ্তরা হলেন: সিফাত উল্লাহ,ফারজানা জামান তিথী, মায়িশা ফেরদৌস আখি, রিয়া দাস, নির্ঝর বসু, শুভদ্বীপ মজুমদার, আয়েশা ফেরদৌস আশা, অর্পিতা সিংহ,প্রতিক্ষা দে,পৌলমী অধিকারী,

৩য় বর্ষে ১ম বিভাগ পেয়েছে শ্রাবন্তী রায়, সমৃদ্ধি মজুমদার,মুনাজ্জেদ সিদ্দিক সান,প্রাপ্তি অধিকারী, সাত্বিক সাম্য দাস,সৈয়দা জান্নাতুল মাওয়া, তৈশীমণি,

২য় বিভাগ: অনিরুদ্ধ তরফদার। ৪র্থ বর্ষে ২য় বিভাগ অনুপ পাইন। ৫ম বর্ষে ১ম বিভাগ আজিজুল হাকিম সিয়াম। কেশবপুর চারুপীঠ অার্ট স্কুলের পরিচালক উৎপল দে বলেন শিক্ষার্থীদের মনোযোগ ও শিক্ষকদের অান্তরিকতার সহিত পাঠদান এরই সন্মানয়ে আমাদের এই সাফল্যে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন