হোম খুলনাসাতক্ষীরা ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বিজয় দিবস উদযাপন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বিজয় দিবস উদযাপন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কর্তৃক Editor
০ মন্তব্য 25 ভিউজ
স্টাফ রিপোর্টার:
সাতক্ষীরা সদর ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বিজয় দিবস উদযাপন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(১৬ ডিসেম্বর) সকালে ধুলিহর  আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাঙ্গনে বর্ণাঢ্যভাবে যথাযোগ্য মর্যাদা মহান বিজয় দিবস ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রধান শিক্ষক আব্দুস সালাম এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক মনজুর এ মতিন,  আজিজুল ইসলাম,রুহুল আমিন বাবলু, সুধাংশু কুমার গায়েন, রেহেনা আক্তার বানু, রুহুল আমিন বাবলু,শর্মিষ্ঠা মজুমদার,দেবজনিতা সরকার,স্বাত্বত সুন্দর মন্ডল,অফিস সহকারী শামীম রেজা সহ অত্র শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন শিক্ষকক,শিক্ষিকা ছাত্র-ছাত্রীবৃন্দ। এসময় সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানে বক্তারা বলেন দীর্ঘ নয় মাস যুদ্ধ সংগ্রামের পরে  স্বাধীনতা অর্জিত হয় আমাদের এই স্বাধীনতা । জুলাই আগস্টের পরে  মূলত আমরা এই স্বাধীনতা ভোগ করছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আহত হয়েছেন এবং নিহত হয়েছেন তাদের সুস্থতা এবং মাগফেরাত কামনা করেন এবং মানুষের মনে ছিল চাপা কান্না আশা প্রকাশ করতে পারত না মুক্ত স্বাধীনতা ছিল না সেটা পেয়ে বর্তমান প্রজন্ম সহ সকলে  খুশি তারা আরে উল্লেখ করেন আমাদের এই স্বাধীনতা ধরে রাখতে হবে এবং ফ্যাসিস্ট শক্তি যেন মাথা চাড়া না দিতে পারে সেদিকে সকলকে খেয়াল রাখতে হবে। পরিশেষে স্কুলের ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বিভিন্ন ইভেন্টের আয়োজন করা হয়। দেশ এবং জাতির মঙ্গল কামনার্থে  দোয়া মোনাজাত পরিচালনা করা হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন