হোম রাজনীতি ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে জরিমানার সুপারিশ

রাজনীতি ডেস্ক:

বরগুনা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে জরিমানার সুপারিশ করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি।

বরগুনার তালতলী উপজেলা ভূমি কর্মকর্তা (এসিল্যান্ড) অমিত দত্তকে অপমান করায় তাকে পাঁচ হাজার টাকা জরিমানার সুপারিশ করেন বরগুনা-১ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান আহমেদ সাঈদ।

শনিবার (১৬ ডিসেম্বর) শম্ভুকে জরিমানার সুপারিশ করে নির্বাচন কমিশনে চিঠি পাঠায় অনুসন্ধান কমিটি।

এ ছাড়া নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে বরগুনা-১ আসনে ফেস্টুন সাঁটানোর অভিযোগে আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত স্বতন্ত্র প্রার্থী মো. খলিলুর রহমানকে সাত হাজার টাকা জরিমানার সুপারিশ, আমতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র মতিয়ার রহমান, তালতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেজবি-উল-কবির এবং তালতলী উপজেলার কড়ইবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল বারেককে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় ১০ হাজার টাকা করে জরিমানার সুপারিশ করা হয়েছে।

এ বিষয়ে বরগুনা জেলা নির্বাচন কর্মকর্তা মো. আবদুল হাই হাদী বলেন, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নির্বাচনী অনুসন্ধান কমিটির সুপারিশ নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন