হোম অন্যান্যসারাদেশ ধানক্ষেতে পড়েছিল তরুণীর লাশ

ধানক্ষেতে পড়েছিল তরুণীর লাশ

কর্তৃক Editor
০ মন্তব্য 117 ভিউজ

সংকল্প ডেস্ক :

কিশোরগঞ্জের কটিয়াদীতে ধানক্ষেত থেকে অজ্ঞাত পরিচয় এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৪ নভেম্বর) দুপুরে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের পাশে কটিয়াদী উপজেলার আচমিতা এলাকায় জর্জ ইনস্টিটিউশনের পেছনের ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, দুপুরের দিকে ধানক্ষেতে ওই তরুণীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে কটিয়াদী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

কটিয়াদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল জানান, মেয়েটির গলায় আঘাতের চিহ্ন রয়েছে। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জের ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার নাম-পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন