হোম অন্যান্যসারাদেশ ধর্ষকের বিরুদ্ধে শৈলকুপায় শিক্ষার্থীদের মানববন্ধন ও র‌্যালি

ধর্ষকের বিরুদ্ধে শৈলকুপায় শিক্ষার্থীদের মানববন্ধন ও র‌্যালি

কর্তৃক Editor
০ মন্তব্য 74 ভিউজ

শৈলকুপা প্রতিনিধি :

দেশে চলমান ধর্ষণ ও নারী নিপিড়নের বিরুদ্ধে ঝিনাইদহের শৈলকুপায় সাধারন শিক্ষার্থীদের ব্যানারে মানববন্ধন ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে শহরের চৌরাস্তা মোড়ে দুই শতাধিক শিক্ষাথীদের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে ব্যানার ফেস্টুন নিয়ে শিক্ষার্থীরা ধর্ষনের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড দাবি করে বিভিন্ন শ্লোগান দিতে থাকে। এসময় বক্তব্য রাখেন, মানববন্ধনের প্রধান সমন্বয়ক ইয়াসমিন শিরি ও মায়া খাতুন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা শৈলবালা সাংস্কৃতিক পরিষদের সভাপতি খন্দকার ফারুক হোসেন, শিক্ষার্থী মিজানুর রহমান, বাবর হোসেন প্রমুখ। বক্তারা, ধর্ষণ বিচার আইন সংশোধন করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড করার দাবী জানান। পরে একটি র‌্যালি বের হয়ে উপজেলা পরিষদ চত্বরে অবস্থান কর্মসূচীর আয়োজন করে শিক্ষার্থী সমাজ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন