রিপন হোসেন সাজু, মনিরামপুর (যশোর) :
দেশের সকল ধর্মীয় অনুষ্ঠানে সকলকে সম্প্রীতি বজায় রাখতে হবে। সম্প্রীতি বিনষ্টকারী একটি চক্র সুপরিকল্পিত ষড়যন্ত্র করে হিন্দু-মুসলমান সম্প্রদায়ের ঐতিহ্য ধুলায় মিশিয়ে দেওয়া চেষ্টা করছে। তারা ধর্মকে অপপ্রচার সম্বল করে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার অপ্রচেষ্টা করছে।
প্রতিমন্ত্রী বৃহস্পতিবার বিকালে মণিরামপুর উপজেলার ভবানীপুর রামোত্তম মাধ্যমিক বিদ্যালয়ের উর্দ্ধমুখী সম্প্রসারিত ৩ তলা ভবনের উদ্বোধন ও বাসন্তী পূজা উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যই তিনি এসব কথা বলেন।
প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি অমল কুমার সরকারের সভাপতিত্বে তিনি আরো বলেন, আজ যে অশুভ শক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে, ধর্মীয় সহাবস্থানকে নষ্ট করছে তাদের সমূলে উৎপাটন জরুরী হয়ে পড়েছে।
শিক্ষক হিরামন হালদারের পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহবায়ক উত্তম চক্রবর্তী বাচ্চু, আওয়ামীলীগ নেতা ও নেহালপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ চ ল কুমার ভট্টাচার্য্য, মনোহরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কালীপদ মন্ডল, দূর্ব্বাডাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সুবোধ কুমার সরকার, সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, আওয়ামীলীগ নেতা সাবেক প্রভাষক প্রনব কুমার সরকার, সিরাজুল ইসলাম, মাষ্টার প্রনব বিশ্বাস, প্রবীর কান্তি বিশ্বাস ও প্রধান শিক্ষক শ্যামল কান্তি মন্ডল, মনোহরপুর কারিগরি কলেঝের অধ্যক্ষ মোঃ হাফিজুর রহমান, আওয়ামীলীগ নেতা শামীম আক্তার, মনোহরপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি এস এম জাহিদুজ্জামান, মনোহরপুর ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক আব্দুল্লাহ আল মামুন প্রমূখ।
এ অনুষ্ঠান শেষে রাত ৮.০০ টার দিকে নেহালপুর ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ সহ ইউনিয়নের সর্বস্তরের জনগণের সাথে মত বিনিময় করেন মাননীয় প্রতিমন্ত্রী। এ সময় এলাকার সার্বিক উন্নয়ন ও ভবদহ সমস্যার সমাধানের বিষয় নিয়ে বক্তব্য রাখেন। নেহালপুর ঈদগাহ ময়দানে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।