হোম রাজনীতি দ্বৈত নাগরিকত্ব: প্রার্থিতা হারালেন রুহুল আমিন

দ্বৈত নাগরিকত্ব: প্রার্থিতা হারালেন রুহুল আমিন

কর্তৃক Editor
০ মন্তব্য 127 ভিউজ

রাজনীতি ডেস্ক:

নোয়াখালী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী খন্দকার রুহুল আমিনের প্রার্থিতা বাতিল করা হয়েছে। মঙ্গলবার (২ জানুয়ারি) আপিল বিভাগ শুনানি শেষে প্রার্থিতা ফিরে পাওয়ার আবেদন খারিজ করে দেন। এর পরিপ্রেক্ষিতে রাতে নির্বাচন কমিশনের (ইসি) পক্ষ থেকে উপসচিব মো. আব্দুছ সালাম স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে প্রার্থিতা বাতিলের বিষয়টি জানানো হয়।

এরআগে, দ্বৈত নাগরিকত্বের তথ্য গোপন করায় নোয়াখালী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী খন্দকার রুহুল আমিনের প্রার্থিতা বাতিল করতে ইসিতে আবেদন করেছিলেন স্থানীয় আওয়ামী লীগ নেতা শফিকুর রহমান। তাতে সাড়া না পেয়ে রিট করেন তিনি।

পরে দুই সংস্থার প্রতিবেদনে রুহুল আমিনের দ্বৈত নাগরিকত্বের প্রমাণ মেলায় তার প্রার্থিতা বাতিল করেন হাইকোর্ট।

বিষয়টিকে উল্লেখ করে ইসির চিঠিতে জানানো হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ-১৯৭২ এর বিধিবিধান অনুযায়ী দ্বাদশ জাতীয় নির্বাচনে নোয়াখালী-১ নির্বাচনী এলাকায় আপনার (রুহুল আমিন) প্রার্থিতা বাতিল করা হলো।

এর আগে, লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ হাবিবুর রহমান পবনের প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন। তার বিরুদ্ধে অভিযোগ ছিল

তিনি গত শনিবার (৩০ ডিসেম্বর) জেলা প্রশাসক সুরাইয়া জাহানকে হোয়াটসঅ্যাপে ফোন করে নির্বাচনী বিভিন্ন অভিযোগ জানান। কথোপকথনের এক পর্যায়ে তিনি জেলা প্রশাসককে অকথ্য ভাষা ব্যবহার করে গালি দেন। এ বিষয়ে অভিযোগ দেয়ার পর তার বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয় ইসি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন