জাতীয় ডেস্ক:
ভূমি মন্ত্রণালয়ের অধীনে একটি ‘দ্বীপ উন্নয়ন কর্তৃপক্ষ’ গঠন করে ‘দ্বীপ উন্নয়ন আইন’ দ্রুত প্রণয়নের জন্য জাতীয় সংসদকে পরামর্শ দিয়েছেন হাইকোর্ট। এছাড়া, অতি দ্রুত ‘কৃষি জমি সুরক্ষা ও ব্যবহার আইন’ পাস করার জন্য জাতীয় সংসদকে পরামর্শও দিয়েছেন আদালত।
বুধবার (১৭ এপ্রিল) বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের দেয়া এক রায়ে এসব পরামর্শ দেয়া হয়েছে। ১৫ পৃষ্ঠার এই রায় সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
নওগাঁর মিজানুর রহমানকে পুকুর খনন বন্ধ করতে ভূমি অফিসের নোটিশ অবৈধ ঘোষণা করে দেয়া এক রায়ে এসব পরামর্শ দেয়া হয়েছে। আরও বলা হয়েছে, সংবিধানের অনুচ্ছেদ-৪২ মোতাবেক সম্পত্তি অর্জন, ধারণ, হস্তান্তর ও যেকোনোভাবে এর বিলি-ব্যবস্থা তথা শ্রেণি পরিবর্তন প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার।