হোম খেলাধুলা দ্বিতীয় টেস্টের দলে যোগ দিতে উইন্ডিজ যাচ্ছেন শরিফুল

খেলাধূলা ডেস্ক :

অ্যান্টিগা টেস্টে বল হাতে বাংলাদেশের পেসাররা ছড়িয়েছেন আলো। ক্যারিবিয়ানদের বিপক্ষে চতুর্থ ইনিংসে তো খালেদ আহমেদ আগুনঝরা এক স্পেলে কাঁপন ধরিয়ে দিয়েছিলেন প্রতিপক্ষ দলের ব্যাটারদের বুকে। শুরু হতে যাওয়া দ্বিতীয় ও শেষ টেস্টে আরও শক্তিশালী হচ্ছে টাইগারদের পেস ব্যাটারি। সেন্ট লুসিয়া টেস্টের স্কোয়াডে যোগ দিতে উইন্ডিজ যাচ্ছেন পেসার শরিফুল ইসলাম।

চোটের কারণে প্রথম টেস্টের দলে না থাকা শরিফুলের দ্বিতীয় টেস্টের আগে স্কোয়াডে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর আগে ক্যারিবিয়ান সফরের স্কোয়াডে তাকে রাখা হলেও শর্ত জুড়ে দেওয়া ছিল যে, শুধুমাত্র ফিট হলেই এই সিরিজের ম্যাচে তিনি খেলতে পারবেন। পুরোপুরি ফিট না থাকায় প্রথম টেস্টের আগে দেশেই থেকে যান তিনি।

চোটের কারণে দলের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ যাওয়া না হলেও এতদিন নিজের ফিটনেস নিয়েই কাজ করেছেন তিনি। জাতীয় দলের ছায়া দল বাংলাদেশ টাইগার্সের হয়ে অনুশীলনে নিজেকে ঝালিয়ে নিয়েছেন অনূর্ধ্ব -১৯ বিশ্বকাপজয়ী এই প্রতিভাবান পেসার। দিয়েছেন ফিট হওয়ার প্রমাণ।

জানা গেছে, ওয়েস্ট ইন্ডিজ সফরের দ্বিতীয় টেস্টের দলে যোগ দিতে সোমবার (২০ জুন) দেশ ছাড়বেন তিনি। ২৪ তারিখ শুরু হতে যাওয়া সেন্ট লুসিয়া টেস্টের আগেই তিনি দলের সঙ্গে যোগ দেবেন।

দক্ষিণ আফ্রিকা সফরে গোড়ালির চোটে পড়া শরিফুল তখন থেকেই লড়ছেন ইনজুরির সঙ্গে। সেই সিরিজের দুটি টেস্টই খেলতে না পারা পেসার ফিরেছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্ট দিয়ে। কিন্তু সে টেস্টেই ব্যাটিংয়ের সময় ফের আঙুলে চোট পেয়ে ছিটকে যান। সেই ইনজুরি সেরে ওঠায় এখন তিনি উইন্ডিজ সফরে যাচ্ছেন।

বাংলাদেশের জার্সিতে এখন পর্যন্ত ৪টি টেস্ট খেলে ৬ উইকেট নিয়েছেন এই পেসার। ১০ ওয়ানডেতে তার উইকেট সংখ্যা ১৩।এছাড়া ১৯ টি টোয়েন্টি ম্যাচে নিয়েছেন আরও ২৫টি উইকেট।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন