হোম অন্যান্যশিক্ষা দোহাই দিয়ে শিক্ষার্থীদের সনদ আটকে রাখা যাবে না: শিক্ষা মন্ত্রণালয়

দোহাই দিয়ে শিক্ষার্থীদের সনদ আটকে রাখা যাবে না: শিক্ষা মন্ত্রণালয়

কর্তৃক Editor
০ মন্তব্য 56 ভিউজ

শিক্ষা ডেস্ক:

সমাবর্তন না হওয়ার দোহাই দিয়ে স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের সনদ আটকে না রাখতে বিশ্ববিদ্যালয়গুলোকে নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এ সংক্রান্ত নির্দেশনা পোস্ট করা হয়েছে।

এতে বলা হয়, বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী শিক্ষা সনদ দিতে আইনগত কোনো বাধা নেই। সুতরাং সমাবর্তন না হওয়া পর্যন্ত সনদ আটকে না রাখতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের প্রতি অনুরোধ করা হয়েছে।

জানা যায়, মালিকানা দ্বন্দ্ব, নিয়মিত ভিসি না-থাকা, ইউজিসি ও মন্ত্রণালয়ের বিধিবিধান না-মানাসহ বিভিন্ন কারণে নিয়মিত কনভোকেশনের অনুমোদন দেয় না সরকার।

এ অজুহাতে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর হাজার হাজার গ্র্যাজুয়েটের সনদ আটকে রাখার অভিযোগ রয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন