শিপলু জামান, ঝিনাইদহ :
ঝিনাইদহের কালীগঞ্জে রুপা আলম (৩২) নামের এক গৃহবধূ নিখোঁজ হয়েছেন। ৩০ অক্টোবর ২০২৩ তারিখ আনুমানিক সন্ধ্যা ৬ টার দিকে বাড়ির পাশের দোকান থেকে কিছু কেনার উদ্দেশ্যে বের হওয়ার পর আর বাড়িতে ফিরে আসেননি গৃহবধূ রুপা।পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন এর পর থেকে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাইনি। নিখোঁজ রূপা আলম পৌর এলাকার ফয়লা গ্রামের বাসিন্দা মালয়েশিয়া প্রবাসী রফিকুল আলম রনির স্ত্রী ।
গৃহবধু রুপার এক যুগেরও অধিক সময়ের সংসারে মোহাম্মদ রাইয়ান আহমেদ(১০) ও মোসাম্মৎ মারিয়া খাতুন রাইসা (৭) নামো দুইটি সন্তান রয়েছে । নিখোঁজ হওয়ার ৪ দিনের মাথায় রুপা আলম তার পিতা এবং ১১ দিনের মাথায় স্বামী রনির মুঠোফোনে (পৃথক নাম্বার থেকে) ফোন দিয়ে জানাই, “সে খুব বিপদে আছে”। ঘটনার পর দিন স্বামী রফিকুল আলম রনি কালীগঞ্জ থানায় উপস্থিত হয়ে একটি অভিযোগ দায়ের করেন।
এ ব্যাপারে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু আজিফ জানান,আমি সবেমাত্র কালীগঞ্জ থানায় যোগদান করেছি। নিখোঁজের ঘটনার একটি অভিযোগ হাতে পেয়েছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আশা করছি খুব দ্রতই নিখোঁজ গৃহধূকে উদ্ধার করা সম্ভব হবে।