হোম জাতীয় দেশের অগ্রযাত্রায় পুলিশের যথেষ্ট ভূমিকা রয়েছে: প্রধানমন্ত্রী

জাতীয় ডেস্ক :

দেশের অগ্রযাত্রায় পুলিশের যথেষ্ট ভূমিকা রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পুলিশ সপ্তাহ ২০২৩ উপলক্ষে বুধবার (৪ জানুয়ারি) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘১৪ বছরের মধ্যে বাংলাদেশে আমরা বিরাট পরিবর্তন এনেছি। সারাবিশ্ব আজকে এটা স্বীকার করে, করোনা মোকাবিলা ও যুদ্ধের সময় অর্থনৈতিক নীতিমালাটাকে শক্তভাবে ধরে রাখা; সেই সঙ্গে দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখা, এটা দুঃসহ কাজ। আমরা সেটা সফলতার সঙ্গে করতে পেরেছি। এর পেছনে পুলিশ বাহিনীর যথেষ্ট অবদান রয়েছে।’

পুলিশ বাহিনীর সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, `এ অগ্রযাত্রা যেন কেউ ব্যাহত করতে না পারে, এটুকুই আমার আপনাদের কাছে অনুরোধ থাকবে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘দলমত অনেক কিছু থাকতে পারে, কিন্তু দেশের স্বার্থে, মানুষের কল্যাণে, দেশের কল্যাণে, দেশের উন্নয়নে কোনো কাজ যেন কেউ ধ্বংসাত্মক না করতে পারে। কোনো কাজ যেন প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারে, কোনো ক্ষেত্রে যেনো কেউ আমাদের অগ্রযাত্রাকে ব্যাহত করতে না পারে, সেদিকে বিশেষভাবে আপনাদের দৃষ্টি দিতে হবে।’

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন