এস কে. ফেরদৌস আহমেদ :
সাতক্ষীরা শহরের মিল বাজার এলাকা থেকে জঙ্গি সন্দেহে এক ব্যক্তিকে আটক করেছে কাউন্টার টেরিজম সদস্যরা। বুধবার রাতে শহরের সুন্দরবন টেক্সটাইল মিল বাজারের উত্তর পার্শ্বে ৩৩ বিজিবি ব্যাটেলিয়ন সংলগ্ন একটি স্যানিটারি দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়। এদিকে, এ ঘটনায় কাউন্টার টেরিজম সদস্য পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোহাম্মদ উল্লাহ ফয়সল বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় রাতেই একটি মামলা দায়ের করেছেন।
আটক সন্দেহভাজন জঙ্গির নাম নাজমুল ইসলাম (৩৬)। তিনি সদর উপজেলার লাবসা ইউনিয়নের মাগুরা গ্রামের নাছিরুল করিমের ছেলে। মামলার এজাহার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে কাউন্টার টেরিজম সদস্যরা সাতক্ষীরায় এসে সুন্দরবন টেক্সটাইল মিল বাজারের উত্তর পার্শ্বে ৩৩ বিজিবি ব্যাটেলিয়ন সংলগ্ন নাজমা স্যানিটারি দোকানের সামনে থেকে জঙ্গি সন্দেহে নাজমুলকে আটক করে।
এরপর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার উল্লাহ বাংলা টিমের একজন সক্রিয় সদস্য বলে জানান। এ ঘটনায় সাইবার ক্রাইম ও সাইবার সিকিউরিটি এন্ড টেরিজম ইউনিট বাংলাদেশ পুলিশ ঢাকার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোহাম্মদ উল্লাহ ফয়সল বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় রাতেই আটক সন্দেহভাজন জঙ্গি নাজমুলের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। মামলা নং-৩৭। তারিখ-১১-০৩.২০২০। ধূত নাজমুল ইসলাম তথ্য প্রযুক্তির মাধ্যমে জঙ্গি তৎপরতা ও দেশে বড় ধরনের নাশকতার পরিকল্পনা করেছিল।
এদিকে, আটক সন্দেভাজন জঙ্গিকে বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা আমলি আদালত-১ হাজির করে মামলার বাদী ৭ দিনের রিমান্ড আবেদন জানালে আদালতের বিচারক ভারপ্রাপ্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ হুমায়ুন কবির ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
লিংক-https://www.facebook.com/108285777450819/videos/133469198107613/?modal=admin_todo_tour