বিনোদন ডেস্ক:
আমেরিকার ভার্জিনিয়ায় প্রথম জানাজা অনুষ্ঠিত হওয়ার পর আজ সোমবার (২৯ জুলাই) দেশে পৌঁছেছে জনপ্রিয় সংগীতশিল্পী ও ব্যান্ড তারকা শাফিন আহমেদের মরদেহ।
শাফিন আহমেদের মরদেহ দেশে আনতে যুক্তরাষ্ট্রে যাওয়ার কথাও ছিল বড় ভাই হামিন আহমেদের। কিন্তু শেষ পর্যন্ত আর যাওয়া হয়নি তার।
এ প্রসঙ্গে হামিন সংবাদমাধ্যমে জানান, সোমবার (২৯ জুলাই) বিকেলে শাফিনের মরদেহ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে।
জনপ্রিয় এ ব্যান্ড তারকার জানাজা, দাফন ও কুলখানির সম্ভাব্য ব্যবস্থাগুলো নিম্নরূপ-
১. জানাজা: জানাজার নামাজ আগামী মঙ্গলবার (৩০ জুলাই, বাদ যোহর আজাদ মসজিদ, গুলশান ২)-এ অনুষ্ঠিত হবে।
২. দাফন: জানাজার পরপরই বনানী কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে সংগীতশিল্পীর।
৩. কুলখানি: আগামী শুক্রবার (২ আগস্ট) জুম্মার নামাজের পর বনানী কবরস্থানের পাশে গুলশান কমিউনিটি মসজিদে অনুষ্ঠিত হবে শিল্পীর কুলখানি।
শাফিন আহমেদের পরিবার ও প্রিয়জনেরা সকলের কাছে প্রয়াত শাফিন আহমেদের আত্মার মাগফিরাতের জন্য দোয়া চেয়েছেন। অনুরোধ করেছেন জানাজা ও কুলখানিতে উপস্থিত থাকার।
প্রসঙ্গত, আশি ও নব্বইয়ের দশকে দর্শকহৃদয়ে তুমুল জনপ্রিয়তা পায় শাফিন আহমেদরে গান। তার জনপ্রিয় কিছু গানের মধ্যে রয়েছে চাঁদ তারা সূর্য, জ্বালা জ্বালা, ফিরিয়ে দাও, ফিরে এলে না, আজ জন্মদিন তোমার প্রভৃতি।