হোম অন্যান্যস্বাস্থ্য দেশে চোখ রাঙাচ্ছে করোনা, শনাক্ত ১১

স্বাস্থ্য ডেস্ক:

দীর্ঘদিন ধরে করোনা আতঙ্ক থেকে দূরে ছিলেন বাংলাদেশের মানুষ। কিন্তু আবারো চোখ রাঙাচ্ছে করোনা সংক্রমণ। সবশেষ ২৪ ঘণ্টায় মৃত্যু না থাকলেও ১১ জনের করোনা শনাক্ত হয়েছে।

সোমবার (২৫ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৪৬ হাজার ২০১৮ জনে। মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ৪৭৭ জন।

সবশেষ ২৪ ঘণ্টায় ৪৩৯টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২ দশমিক ৫১ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৯ শতাংশ।

এ সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন পাঁচজন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২০ লাখ ১৩ হাজার ৯০১ জন।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন