অনলাইন ডেস্ক :
গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে কেউ করোনা ভাইরাসে আক্রান্ত হননি বলে জানিয়েছেন জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। তিনি বলেন, ‘গত ২৪ ঘণ্টায় ১০৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। আইইডিসিআর, জনস্বাস্থ্য প্রতিষ্ঠান এবং চট্টগ্রামের বিআইটিআইতে নমুনা পরীক্ষা করা হয়। গত ২৪ ঘণ্টায় নুতন কোনও রোগী পাওয়া যায়নি। কেউ মারাও যাননি।’
রবিবার (২৯ মার্চ) কোভিড-১৯ নিয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। আজকের অনলাইন ব্রিফিংয়ে যুক্ত হন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
গতকালও নতুন করে কেউ আক্রান্ত ছিলেন না। এতে করে এখন পর্যন্ত মোট আক্রান্ত রোগীর সংখ্যা ৪৮ জন। আর মারা গেছেন পাঁচজন।
আইইডিসিআরের পরিচালক বলেন, ‘এ পর্যন্ত আক্রান্ত ৪৮ জনের মধ্যে ১৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।’