কিশোরগঞ্জ প্রতিনিধি :
আজ ৪ অক্টোবর বেলা ১১ টায় ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব দুর্জয় মোড়ে এক মানববন্ধন করে স্থানীয় ছাত্ররা। সে সময় ধর্ষণ প্রতিরোধে ছাত্র সমাজের পক্ষ থেকে ৬ দফা দাবি তুলে ধরা হয়।
উত্থাপিত ৬ দফা দাবির মধ্যে রয়েছে, ধর্ষণের বিচারের জন্য অতিসত্ত্বর আলাদা ট্রাইবুনাল গঠন, ১৮ বছরের নীচে কেউ ধর্ষণের শিকার হলে তার চিকিৎসা সহ পড়াশোনার দায়ভার রাষ্ট্রকে নিতে হবে, ধর্ষণের ঘটনার ১০ দিনের মধ্যে অপরাধীর শাস্তি নিশ্চিত করে তা বাস্তবায়ণ করতে হবে, ইতোমধ্যে ঘটে যাওয়া সকল ধর্ষণ মামলার বিচার কাজ আগামী তিন মাসের মধ্যে শেষ করতে হবে, কোনো ধর্ষণ মামলায় প্রশাসনের স্বজনপ্রীতি, গাফেলতি ধরা পরলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে, সুষ্ঠু তদন্ত করে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির (ফাঁসির) ব্যবস্থা করতে হবে।
মানববন্ধনে বক্তারা বলেন, যে দেশে নারীরা নিজেদের সম্ভ্রমের বিনিময়ে স্বাধীনতা এনেছেন, সেই দেশের নারী, শিশু ও কিশোরী কেনো ধর্ষণের শিকার হবে ? ধর্ষক ও তাদের সহযোগীরা বুকটান করে হাঁটবে এটা হতে পারে না। এরজন্য প্রশাসনকে রাষ্ট্রের কাছে জবাবদিহীতা করতে হবে।
এ সময় তারা ধর্ষণের প্রতিবাদে লেখা বিভিন্ন ফেস্টুন, ব্যানার, প্লে-কার্ড, পোস্টার ও হাতে লেখা স্লোগান বহণ করেন। মানববন্ধন শেষে তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বিভিন্ন অলি- গলি প্রদক্ষিণ শেষে পৌরসভা চত্বরের সামনে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে কর্মসূচী শেষ করে।