হোম অন্যান্যসারাদেশ দেশব্যাপী ধর্ষণ ও হত্যার প্রতিবাদে কুলিয়ারচরে মানববন্ধন

দেশব্যাপী ধর্ষণ ও হত্যার প্রতিবাদে কুলিয়ারচরে মানববন্ধন

কর্তৃক Editor
০ মন্তব্য 102 ভিউজ
কিশোরগঞ্জ  অফিসঃ
কিশোরগঞ্জের কুলিয়ারচরে আজ ৭ অক্টোবর বেলা ১২ টায় কুলিয়ারচর সরকারী উচ্চ বিদ্যালয়ের সামনে “সুন্দর সমাজ চাই, অপরাধীর ফাঁসি চাই” এ স্লোগানকে সামনে রেখে দেশব্যাপী নিয়মিত ধর্ষণ, নারী নির্যাতন, যৌন হয়রানী ও পশুরমতো মানুষ হত্যার প্রতিবাদে কুলিয়ারচরের সর্বসাধারণের আয়োজনে ও যুগান্তর স্বজন সমাবেশের সৌজন্যে এক শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
মানববন্ধনে আগত বক্তারা বলেন, দেশের বিভিন্ন স্থানে হত্যা সহ নিয়মিত ধর্ষণের ঘটনায় আমরা এখন আতঙ্কিত। আমরা চাই অবিলম্বে দেশে ঘটে যাওয়া মানুষ হত্যা সহ নারী নির্যাতন ও ধর্ষণ ঘটনায় জড়িত ব্যাক্তিদের উপযুক্ত বিচার হোক। তা না হলে দেশে ধর্ষণ মহামারী আকার ধারণ করবে।
প্লেকার্ড, ব্যানার, ফেস্টুন নিয়ে রাস্তার এক পাশে দাড়িয়ে মানববন্ধন সহ বিক্ষোভ করে মানববন্ধন কারীরা।
এ সময় স্থানীয় ছাত্র সমাজের লোকজন, স্থানীয় ব্যাক্তিবর্গ সহ কুলিয়ারচর উপজেলা স্বজন সমাবেশের সদস্যরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন