জাতীয় ডেস্ক :
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, দেশবাসীর ট্যাক্সের টাকা কোথায় ব্যয় হয়, তা মানুষকে জানাতে হবে কোনো রাখঢাক ছাড়াই। আইন আমার জন্য যেমন প্রযোজ্য, শেখ হাসিনার জন্য, সবার জন্য সমান প্রযোজ্য। দেশের আইনকানুন মেনে আমাদের কাজ করতে হবে।
রোববার (৪ ডিসেম্বর) দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ এলাকায় বেসরকারি উন্নয়ন সংস্থা সাজেদা ফাউন্ডেশন আয়োজিত এক সভায় তিনি এ কথা বলেন।
বিএনপিকে উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, এখানে কোনো অরাজকতা করা চলবে না। জনগণের ভোটে নির্বাচিত হয়ে নিজের মতো করে দেশ চালান। কিন্তু সেটা বিএনপি করতে চায় না। তারা বোমা মেরে অসত্য তথ্য প্রচার করে।
বিএনপিকে গুজব দল উল্লেখ করে তিনি বলেন, কয়েক দিন আগে বিএনপি ব্যাংকে টাকা না থাকার গুজব ছড়িয়ে দ্রুত টাকা তোলার জন্য গুজব ছড়িয়েছিল। কী ভয়ংকর ষড়যন্ত্র। গুজব বিশ্বাস করে যদি সব লোক ব্যাংকে হাজির হতো, তাহলে অনেক ক্ষতি হতো। মানুষ গুজব বিশ্বাস করেনি তাই যায়নি।
এম এ মান্নান বলেন, মানুষের আস্থা-বিশ্বাস আছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি, সরকারের প্রতি, ডিসির প্রতি, ওসির প্রতি। মানুষের বিশ্বাস আছে বলেই সরকার টিকে আছে। এই গুজব ছড়ানো গোষ্ঠী থেকে দেশবাসীকে সাবধান থাকার আহ্বান জানান মন্ত্রী।
মন্ত্রী বলেন, শেখ হাসিনার সরকার দেশে প্রথমবারের মতো বিধবা, বয়স্ক, প্রতিবন্ধী মানুষের ভাতা ব্যবস্থা করেছে। এটি আগে কেউ চিন্তা করেনি। কাজ না করে এক টাকা পাবে মানুষ এটি ভাবতেও পারেনি। দেশের লাখ লাখ মানুষ এই ভাতা পায়।
হাওড় এলাকার জলমহাল প্রসঙ্গে মন্ত্রী বলেন, হাওড়ের মাছ ধরার বিল ইজারা দেয়া ঠিক নয়। ইজারাদার বিল খেয়ে ফেলে। এ জন্য বিলে গরিব মানুষ টেংরা-পুঁটি মাছ ধরে খেতে পারেন না। বিল ইজারা প্রথা বিলুপ্ত করা উচিত।
