হোম অন্যান্যসারাদেশ দেশজুড়ে ধর্ষনের প্রতিবাদে নড়াইলে মানববন্ধন

দেশজুড়ে ধর্ষনের প্রতিবাদে নড়াইলে মানববন্ধন

কর্তৃক Editor
০ মন্তব্য 133 ভিউজ

নড়াইল  অফিস:

ধর্ষনের প্রতিবাদে নড়াইলের লোহাগড়ায় মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। মঙ্গলবার(৬ অক্টোবর) বেলা ১১ টায় লোহাগড়ার লক্ষীপাশা চৌরাস্তায় এলাকায় এ মানববন্ধন করা হয়। স্থানীয় গ্রীন ভয়েস,বহ্নিশিখা সহ কয়েকটি সামাজিক সংগঠন এই মানববন্ধনের আয়োজন করে। ।

মানববন্ধনে সর্বস্তরের রাজনৈতিক নেতা,সাংবাদিক,সুশীল সমাজ ছাত্রসহ নানা শ্রেনীর ব্যক্তিরা অংশ গ্রহন করেন। মানববন্ধনে দেশজুড়ে চলা ধর্ষনের ঘটনা দ্রুত বিচারের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী তোলা হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, গ্রীন ভয়েস নড়াইল শাখার প্রধান সমন্বয়ক কাউছার মাহমুদ,সাধারণ সম্পাদক শরিফুজ্জামান,সমাজ সেবক বি এম লিয়াতক হোসেন,সাংবাদিক সাইফুল ইসলাম তুহিন, রুপক মুর্খাজী,শিমুল হাসান, বহ্নিশিখার নারী নেত্রী রাজিয়া হাসান বিউটি,নাসরিন খানম,আফসানা মিম,রুনা লাইলা প্রমুখ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন